চোখের সামনে ছটপট করতে করতে শেষ হয়ে গেল বৃদ্ধের ৫ ছেলে, উত্তরভারতে মর্মান্তিক পথ দুর্ঘটনা

বৃদ্ধকে কাঁদতে দেখে ছুটে যান পথচারীরা

0
144
bus accident

লখনউঃ চোখের সামনে ছটফট করতে করতে মারা গেলেন বৃদ্ধের ৫ ছেলে। যন্ত্রণায় ককিয়ে উঠলেন বৃদ্ধ বাবা। উত্তরপ্রদেশের মোরেনা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা (road accident)। মঙ্গলবার রাতে মোরেনায় এই দুর্ঘটনা ঘটে। মৃতরা সম্পর্কে পরস্পরের ভাই। মৃতদের মধ্যে সব থেকে কনিষ্ঠ কেশব। বয়স মাত্র ২৫ বছর। আহত আরও ৭।

আরও পড়ুন : মামলার গেরোয় আবারও থমকে যাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কি বললেন বিচারপতি

- Advertisement -

গোয়ালিয়র হাসপাতালে ভর্তি রয়েছেন এক আত্মীয়। হাসপাতালে তাঁকে দেখেই বাড়িতে ফিরছিলেন বৃদ্ধ কল্যাণ সিংহ গুর্জর ও তাঁর পরিবার। বৃদ্ধের সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর ৫ ছেলে। দিব্যি গল্প করতে করতে ফিরছিলেন তাঁরা। আচমকাই ছন্দপতন। কেউ হয়তো ভাবতেও পারেননি চোখের সামনে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাবে। এসইউভি গাড়িতে করে মোরেনার নুরাবাদ থানার বিটলি গ্রামে ফিরছিলেন তাঁরা। সেখানেই তাঁদের বাড়ি। কে জানত মৃত্যু অপেক্ষা করছে রাস্তায়। ফেরার সময় হাইওয়েতে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পার ধাক্কা মারে ওই এসইউভি গাড়িতে। উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ডাম্পারের ধাক্কায় গাড়ি থেকে ছিটকে বাইরে পড়ে যান বৃদ্ধ। কিন্তু গাড়ির ভেতর আটকা পড়ে যান তাঁর ৫ ছেলে। রামপতি, দেবেন্দ্র, ভরত, বিদ্যারাম ও কেশব৷ যন্ত্রণায় গাড়ির ভেতর কাতরাতে থাকেন বৃদ্ধর ৫ ছেলে। অপারক বৃদ্ধ পিতা গাড়ির বাইরে শুয়ে কাঁদতে কাঁদতে পথচারীদের উদ্দেশে ছেলেদের বাঁচানোর অনুরোধ করতে থাকেন। বলছিলেন, ‘‘আমার ছেলেদের বাঁচান। ওরা মরে যাচ্ছে।’’

আরও পড়ুন : গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবার ক্যামেরার মুখোমুখি, মৃত্যুর মুখ থেকে ফিরে এসে কি বললেন Imran Khan

আরও পড়ুন : অনুব্রতর কোটি টাকা লটারি প্রাপ্তির দোকানে CBI হানা

বৃদ্ধকে কাঁদতে দেখে ছুটে যান পথচারীরা। গাড়ি থেকে উদ্ধারের চেষ্টা করে আহত ৭ জনকে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন বৃদ্ধর কান্না শুনে তিনি গাড়ি থামিয়ে ছুটে যান সেখানে। আশপাশে থাকা ধাবা থেকে লোক ডেকে আনেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বেপরোয়া গাড়ি চালান, খারাপ রাস্তা, ঝুঁকির পারাপার ইত্যাদি ইত্যাদি নানা কারণে প্রতিবছর কয়েক হাজার মানুষ পথ দুর্ঘটনায় (road accident) মারা যান। সম্প্রতি এনিয়ে যে পরিসংখ্যান হাজির করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি তা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতোই। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, পথ দুর্ঘটনায় সবথেকে বেশি মৃত্যু হয় এই ভারতেই। দুর্ঘটনা জখম হওয়াদের নিরিখে পৃথিবীর মধ্যে তিন নম্বরে রয়েছে ভারত। ইন্টারন্যাশানাল রোড ফেডারেশনের তথ্য অনুসারে এমনটাই জানা যাচ্ছে।