Terrorists Killed: কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে খতম লস্কর-জইশের এক কমান্ডার পাঁচ সন্ত্রাসবাদী

পুলিশ জানিয়েছে শনিবার সন্ধ্যাতেই পুলওয়ামা এবং বুদগাম জেলায় সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়েছিল।

0
32

শ্রীনগর: শনিবারে জম্মু-কাশ্মির পুলিশের একজন হেড কনস্টেবলকে গুলি করে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা। সেই ঘটনার জবাব দিয়েছে ভারতীয় সেনা। কাশ্মীর জুরে পৃথক দুটি এনকাউন্টারে খতম হয়েছে জইশ-ই-মহম্মদের কমান্ডার সহ পাঁচসন্ত্রাসবাদী। উপত্যকার সুরক্ষাবাহিনীর কাছে এই ঘটনা বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে শনিবার সন্ধ্যাতেই পুলওয়ামা এবং বুদগাম জেলায় সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়েছিল। পুলিশ একটি টুইটে বলা হয়েছে, “পাকিস্তানের মদদপুষ্ট নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এলইটি এবং জেইএম-এর ৫ সন্ত্রাসবাদী গত ১২ ঘণ্টায় দুটি এনকাউন্টারে নিহত হয়েছে। জইশ কমান্ডার জাহিদ ওয়ানি এবং নিহতদের মধ্যে একজন পাকিস্তানি জঙ্গি। আমাদের জন্য বড় সাফল্য।” বুদগাম জেলার চর-ই-শরিফ এলাকায় আরেকটি অভিযানে এক জঙ্গি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এনকাউন্টার সাইট থেকে একটি একে রাইফেল উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

কাশ্মীরের আইজিপি, বিজয় কুমার এনকাউন্টারকে পুলিশের জন্য একটি বড় সাফল্য বলে অভিহিত করেছেন। গত মাসে, উপত্যকায় এক ডজনেরও বেশি এনকাউন্টারের ২২ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। বছরের শুরু থেকে সন্ত্রাসবাদী বিরোধী অভিযানে নেমেছে সেনা। শুরুর দিন থেকেই মিলেছে সাফল্য। সেই ধারা এখনও অব্যহত রয়েছে।