কাশ্মীরে সেনার বড় সাফল্য, তিনটি আলাদা এনকাউন্টারে খতম পাঁচ জঙ্গি

0
24

শ্রীনগর: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর মোদী সরকারের দাবি ছিল উপত্যকায় কমে গিয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপ। কিন্তু তা যে একেবারেই নয় তা গত এক মাস ধরে ঘটতে থাকা ঘটনাগুলি থেকে স্পষ্ট। নতুন করে ভারতের ভূস্বর্গকে অশান্ত করার চেষ্টা করছে জঙ্গিরা। তবে বসে নেই সুরক্ষাবাহিনী। চলছে সন্ত্রাস দমন অভিযান। বিগত কয়েকদিনে মিলেছে সাফল্য। গত ২৪ ঘন্টা জম্মু ও কাশ্মীরের কুলগাম ও পুলওয়ামাতে খতম হয়েছে ৫ সন্ত্রাসবাদী।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘন্টা জম্মু ও কাশ্মীরের কুলগাম ও পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে তিনটি আলদা গুলির লড়াইয়ে পাঁচ জন জঙ্গি নিহত হয়েছে। সুরক্ষা বাহিনী জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে কুলগাম জেলার জোদার এলাকায় একটি কর্ডোন ও তল্লাশি অভিযান শুরু করেছিল। সেনাদের উপস্থিতি বুঝতে পেরেই পাল্টা গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। তারপরেই শুরু হয় সেনা জঙ্গিদের মধ্যে এনকাউন্টার।

- Advertisement -

আরও পড়ুন- ভারতীয় সেনায় চাকরি দেওয়ার নামে টাকা আদায়, গ্রেফতার চার

সেনার সঙ্গে গুলির লড়াইয়ে লস্কর-ই-তৈবার (এলইটি) দুজন সন্ত্রাসবাদী খতম হয়েছে। পুলওয়ামায় পৃথক লড়াইয়ে আরও দুজন জঙ্গি নিহত হয়েছিল এবং অপর একজনকে হান্দোয়ারা জেলায় খতম করা হয়েছিল। হান্দোয়ারা খতম হওয়া সন্ত্রাসবাদী সেনার এনকাউন্টারে খতম হয়েছে হিজবুল মুজাহিদিনের শীর্ষ জঙ্গি নেতা মেহরাজউদ্দিন হালওয়াই।

উল্লেখ্য, পাক অধিকৃত সীমান্ত লাগোয়া পুলওয়ামা জেলার হাঞ্জিন রাজপোরা এলাকায় গত ২ জুলাই এনকাউণ্টারে খতম করা হয় পাঁচ লস্কর জঙ্গিকে। যাদের মধ্যে একজন পাকিস্তানের নাগরিক ছিল। ২১ জুন সেনার এনকাউন্টারে খতম হয়েছিল তিন লস্কর জঙ্গি। এদের মধ্যে ছিল শীর্ষ স্থানীয় জঙ্গি কমান্ডার মুদাসির পন্ডিত। বলা ভালো যে গত বছর জঙ্গি দমনে বড় সাফল্য পেয়েছিল ভারতীয় সেনা। খতম করা হয়েছিল প্রায় ২০০ জন জঙ্গিকে। যাদের মধ্যে ২৬ জন জঙ্গিদের শীর্ষ নেতা ছিল।