দেশে গত তিন দিনে ৩৯ জন আন্তর্জাতিক ভ্রমণকারী COVID -19 পজিটিভ

0
54

নয়াদিল্লি: করোনা যেন বিশ্রামে গিয়েছিল, ছুটি কাটিয়ে আবারও ফিরল আতঙ্ক নিয়ে। ভারতেও ক্রমশ বাড়ছে করোনা আতঙ্ক। ভারত সরকার গত ২৪ ডিসেম্বর থেকে করোনাভাইরাসের জন্য বিমানবন্দরে আগত আন্তর্জাতিক যাত্রীদের র‍্যাপিড পরীক্ষা শুরু করেছে। গত তিন দিনে অর্থাৎ ২৪, ২৫ ডিসেম্বর এবং ২৬ ডিসেম্বর স্ক্রিন করা মোট আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা হল ৪৯৮ টি। কোভিড -১৯ পরীক্ষার জন্য সংগ্রহ করা নমুনার সংখ্যা হল ১,৭৮০ টি। সংগৃহীত নমুনার সংখ্যা হল ৩,৯৯৪ টি। নমুনার ক্রমবর্ধমান সংখ্যা পরীক্ষার পজিটিভ হল ৩৯ টি এবং পুরো জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো নমুনার সংখ্যা ৩৯।

দিল্লি বিমানবন্দরে মায়ানমার থেকে চারজন আন্তর্জাতিক যাত্রী করোনা ভাইরাস পজিটিভ। যদিও করোনার নতুন এই রূপ ভারতে তেমন কোনও প্রভাব ফেলতে পারবে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু তা সত্বেও কেন্দ্র সরকার কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না। জারি করা হয়েছে সতর্কতা। দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের বাইরে থেকে আগত যাত্রীদের করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকটি দেশে কোভিড -১৯ -এর উত্থানের মক ড্রিল শুরু করেছে। ভারতেও কয়েকটি হাসপাতালে শুরু হয়েছে মক ড্রিলের। জম্মুর গান্ধী নগর (MCH) হাসপাতালে এবং হায়দ্রাবাদের গান্ধী হাসপাতালে মক ড্রিল পরিচালিত হচ্ছে।

- Advertisement -

আরও পড়ুন: কলকাতা ক্রিজেই নেই, দিল্লি হার মানাচ্ছে নৈনিতালকেও

এই মক ড্রিলের উদ্দেশ্য হল সম্পদ, প্রোটোকল এবং কর্মীদের পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ প্রস্তুতির মূল্যায়ন করা। মক ড্রিল দেখতে সফদরজং হাসপাতালে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “দেশে কোভিডের বৃদ্ধি না ঘটে তা নিশ্চিত করার জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সতর্ক থাকতে বলেছেন। কোভিডের কেস বাড়লে সরকারও প্রস্তুতি নিচ্ছে। নিশ্চিত করতে আজ সারা দেশে কোভিড হাসপাতাল জুড়ে মক ড্রিল পরিচালনা করা হয়, যাতে লোকেরা যথাযথ চিকিৎসা পায়।”