Enzo -কে না পেয়ে বিশ্বকাপের এই তারকাকে সই করাবে Liverpool

0
54

 

স্পোর্টস ডেস্ক: লিভারপুল নেদারল্যান্ডের জাতীয় ফুটবলার কোডি গাকপোতে সই করাতে উদ্যোগী। এর দলে পিএসভির সঙ্গে প্রায় পাকাপাকি চুক্তিতে পৌঁছেছে লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেডকে সরিয়ে রেকর্ড অর্থে ২৩ বছর বয়সী তরুণ ডাচ উইঙ্গারকে কিনে নেবে লিভারপুল। বাকি তথ্য আগামীসোমবার ঘোষণা করা হবে। ইতিমধ্যেই পিএসভি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চুক্তির ঘোষণা করে একটি বিবৃতি জারি করেছে।

- Advertisement -

“PSV এবং LFC কোডি গাকপোর প্রস্তাবিত ট্রান্সফারস্র বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। ২৩ বছর বয়সী উইঙ্গার অবিলম্বে ইংল্যান্ডে চলে যাবে, যেখানে ট্রান্সফার সম্পূর্ণ হওয়ার আগে তাকে প্রয়োজনীয় অফিসিয়াল ভাবে পেশ করা হবে। কাতারে সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে দুর্দান্ত খেলেছেন গাকপো। পাঁচ ম্যাচে তিনটি গোল করেছেন তিনি। নেদারল্যান্ডস বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি শুট আউটে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে যায় ডাচরা।

আরও পড়ুন: Liverpool নাকি Man Utd কোথায় খেলবেন কাতারের ‘হিরো’ Fernandez, নিজেই জানালেন

ম্যানচেস্টার ইউনাইটেড এর আগে গ্রীষ্মকালীন ট্রান্সফারের সময় গাকপোকে কিনতে আগ্রহ দেখিয়েছিল। পিএসভি বিবৃতি প্রকাশ করার আগেও মনে করা হচ্ছিল যে, লিভারপুল ক্লাবের সঙ্গেই কিছু আলোচনা চলছে। কারণ লিভারপুলের লুইস ডিয়াজ এবং ডিয়োগো জোটা দীর্ঘমেয়াদী চোটে ভোগার পরে একজন আক্রমণকারী খেলোয়াড়কে দলে আনার অপেক্ষায় ছিল তারা। ইংল্যান্ড এবং স্কটল্যান্ড ক্লাবগুলির জন্য পরের বছরের জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো খোলা হবে। যদি সমস্ত কাজ সময় মতো সম্পন্ন হয়, তবে গাকপো আগামী বছরের জানুয়ারী লিভারপুলের হয়ে অভিষেক করতে পারেন।