জেলা আদালত চত্বরের সামনে সেনা-জঙ্গির গুলির লড়াই, খতম ২ জঙ্গি

0
25
Grenade Attack

শ্রীনগর: ২০২৩-এর প্রথম দিনের জঙ্গি হামলায় রক্তে ভেসেছিল জম্মু-কাশ্মীরে মাটি। পরপর দু’দিন সন্ত্রাসবাদী হামলায় ৭ জনের মিত্যু হয়। সেই ঘটনার পর থেকেই উপত্যকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। চলছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। তাতেই মিলছে সাফল্য। নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে এনকাউন্টারে খতম হয়েছে ২ জঙ্গি।

মঙ্গলবার ভোরে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে এনকাউন্টার শুরু  হয়েছিল। সেই অভিযান চলাকালীন  ভারতীয় সেনার গুলিতে ২ জন  জঙ্গি নিহত হয়েছে বলেই জানানো হিয়েছে। এলাকাজুড়ে চলছে অভিযান। কর্মকর্তাদের মতে, বুদগাম শহরের জেলা আদালত কমপ্লেক্সের কাছে এনকাউন্টারটি ঘটেছে।  এলাকায় গুলির শব্দ শোনার পর পুলিশ ও সেনাবাহিনী  এলাকাটি ঘিরে রেখেছে এবং লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের ধরার চেষ্টা চলছে।

- Advertisement -

জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদ কেন্দ্রের বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। বছর শুরুতেই জঙ্গি হামলা নিয়ে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক বেড়েছে। এই বিষয় নিয়ে দিল্লিতে জম্মু-কাশ্মীরের বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১ জানুয়ারি জঙ্গিদের গুলি এবং বোমা বিস্ফোরণে মৃতদের মধ্যে ছিল দুই শিশুও। এই হত্যাকাণ্ডের পর থেকেই কাশ্মীরিরা গর্জে উঠেছেন। এবং সুরক্ষার দাবিতে বিক্ষোভও দেখাচ্ছেন।