কোবরা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ে শহিদ দুই জওয়ান

0
162

রায়পুর: ছত্তিশগড়ের বিজাপুর সংলগ্ন জঙ্গলে মাওবাদীদের সঙ্গে কোবরা বাহিনীর মধ্যে ব্যাপক গুলির লড়াই শুরু হয়েছে৷ এই এনকাউন্টারে এখনও পর্যন্ত একজন মাওবাদী গেরিলা এবং দু’জন কোবরা  নিহতের জওয়ানের মৃতের খবর পাওয়া গিয়েছে৷ সূত্রের মতে, আরও এক যুবকের হাতে গুলি লেগেছে৷

রাজ্য পুলিশ সুত্রের খবর, কোবরা কমান্ডোরা সোমবার সকালে মাওবাদীদের সন্ধানে অভিযান শুরু করে৷ সেই তল্লাশি অভিযানের সময় মাওবাদী গেরিলারা ইরাপল্লি গ্রামের কাছে নিরাপত্তা কর্মীদের উপর গুলি ছোঁড়া শুরু করে। কোবরা জওয়ানরা পাল্টা আক্রমণ করতে গেলে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই বেঁধে যায়৷

- Advertisement -

এই সংবাদ লেখার পর্যন্ত এনকাউন্টারটি অব্যাহত রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর হাতে একজন মাওবাদী নিহত হয়েছে। মৃত গেরিলার হেফাজত থেকে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। একই সময়ে একজন ডেপুটি কমান্ড্যান্টসহ চার জওয়ান আহত হয়। তবে সরকারিভাবে এটি নিশ্চিত হওয়া যায়নি।