বছর শেষে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় সেনা মৃত্যু ও জঙ্গি নিকেশের সাফল্যের খতিয়ান দিল সুরক্ষাবাহিনী

0
46

শ্রীনগর: ২০২২ সালের শুরু থেকেই সন্ত্রাসবাদ দমনে সাফল্যে পেয়েছে জম্মু-কাশ্মীরে সুরক্ষা বাহিনী। একের পর এক অভিযানে খতম করেছে জঙ্গিদের। বছর শেষই এবার সেই সাফল্যের তালিকা প্রকাশ করল জম্মু-কাশ্মীর পুলিশ। জানাল গোটা এক বছরে উপত্যকা জুড়ে কতগুলি সন্ত্রাসবাদ বিরোধী অভিযান হয়েছে এবং কতগুলি জঙ্গিকে খতম করা হয়েছে।

জানানো হয়েছে, ২০২২ সালে কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর দ্বারা পরিচালিত ৯০ টিরও বেশি অভিযানে  ৪২ বিদেশী সহ মোট ১৭২ সন্ত্রাসবাদী  খতম হয়েছে। একজন সিনিয়র পুলিশ অফিসার শনিবার এমটাই জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী দলে তরুণদের নিয়োগের ঘটনা ৩৭ শতাংশ হ্রাস পেয়েছে। এই তথ্য জানিয়েছেন টুইট করে জানিয়েছেন কাশ্মীরে ADGP বিজয় কুমার। তিনি জানিয়েছেন,  নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে ১০৮ জন লস্কর-ই-তৈবা (LeT) বা তার শাখা  দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) এর সদস্য। রয়েছে ৩৫ জন জইশ-ই-মহম্মদ (JeM),  ২২ জন হিজবুল মুজাহিদিন (HM) এর,৪ জন আল-বদর  এবং ৩ জন আনসার গাজওয়াত-উল-হিন্দ (AGuH)-এর সদস্য।

- Advertisement -

আরও পড়ুন- বক্স অফিসে সুপারহিট ‘প্রজাপতি’, দ্বিতীয় সপ্তাহে আরও বাড়ল ছবির আয়

একের পর এক টুইট বার্তায়, উপত্যকার শীর্ষ পুলিশকর্তা আরও বলেছে যে ২০২২ সালে সন্ত্রাসবাদী হামলা এবং এনকাউন্টারে ১৪ জন জম্মু ও কাশ্মীর পুলিশ কর্মী সহ ২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। তিনি জানিয়েছেন সেনা খুনের সঙ্গে জড়িত সকল জঙ্গিকেই প্রায় নিকেশ করা হয়েছে। উপত্যকায়  জঙ্গিদের গুলিতে ২৯ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। যার মধ্যে কাশ্মীরি পন্ডিত, কাশ্মীরি হিন্দু-মুসলিম এবং ভিন রাজ্যের কিছু মানুষ রয়েছেন। চলতি বছরে   সন্ত্রাসবাদী পদে ১০০ টি নতুন নিয়োগ হয়েছে। ADGP বিজয় কুমার বলেছেন, “সর্বোচ্চ এলইটি-তে (৭৪) যোগদান করেছে। মোট নিয়োগের মধ্যে ৬৫ জন সন্ত্রাসী এনকাউন্টারে নিষ্ক্রিয় হয়েছে,  ১৭ জন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে এবং ১৮ জন সন্ত্রাসী এখনও সক্রিয় রয়েছে ।” অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করার কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২২ সালে এনকাউন্টার এবং সন্ত্রাসী মডিউল ধ্বংস করার সময়  ৩৬০টি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।