আদালত চত্বরে গণ্ডগোল করার অভিযোগে গ্রেফতার ১২ আইনজীবী, জারি ১৪৪ ধারা

0
48

খাস ডেস্ক: বিশৃঙ্খল পরিস্থিতি! আদালত চত্বরে গণ্ডগোল করার অভিযোগে গ্রেফতার করার হল ১২ জন আইনজীবীকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওড়িশার সম্বলপুর জেলা আদালতে।

আরও পড়ুন: Bogtui Massacre: লালনের রহস্যমৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে সিবিআই, হাইকোর্টে দায়ের মামলা

- Advertisement -

জানা গিয়েছে, জেলায় হাইকোর্টের বেঞ্চ গঠন করার দাবিতে সরব হয় আইনজীবীরা। ভাঙচুর চালায় বলেও অভিযোগ। এরফলে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সম্বলপুর থানার পুলিশ। ১২ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃত ১২ জনের মধ্যে ৯ জনকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। তাঁদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আদালতের সম্পত্তি নষ্ট করা সহ একাধিক অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়েছে স্থানীয় থানায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে আরও অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে খবর।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে আদালত চত্বর এবং স্থানীয় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষিদ্ধ এলাকার ২০০ মিটারের মধ্যে প্রবেশ করলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভোট নিয়ে শুভেন্দুর মামলা, অথচ আদালতে এলেনই না আইনজীবী, আসল কারণটা জানেন