ভোট নিয়ে শুভেন্দুর মামলা, অথচ আদালতে এলেনই না আইনজীবী, আসল কারণটা জানেন

0
45
suvendu adhikari

কলকাতা: পালা বদলের জমানায় অতীতের দুটি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে বলে মনে করে বিরোধীরা৷ সেই প্রসঙ্গ টেনে তেইশের ভোট কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে করার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা৷ সূচি মেনে মঙ্গলবার ওই মামলা এজলাসেও ওঠে৷ কিন্তু সেখানে শুভেন্দুর হয়ে সওয়াল করার জন্য হাজির ছিলেন না কোনও আইনজীবী৷ যার জেরে সাময়িকভাবে এজলাসে গুঞ্জনও শুরু হয়৷ তবে পরে জানা যায়, অসুস্থতার কারণে এদিন আদালতে আসেননি শুভেন্দুর আইনজীবী৷ এরপরই মামলাটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিচারপতি৷

আদালত সূত্রের খবর, তেইশের পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন॥ বেশ কিছু দাবি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শুভেন্দু। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পাশাপাশি অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোরও আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা। মঙ্গলবার ছিল ওই মামলার শুনানি। এদিন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলা।

- Advertisement -

আদালত সূত্রের খবর, সেখানে শুভেন্দুর আনা প্রস্তাবের বিরোধিতা করে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোট নিয়ে কোনও অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ না দেওয়ারও আর্জি জানায় রাজ্য৷ পাল্টা সওয়ালে অবশ্য ছিলেন না শুভেন্দুর আইনজীবী৷ খোঁজ নিতে গিয়ে জানা যায়, অসুস্থতার কারণে শুভেন্দুর আইনজীবী এদিন এজলাসে আসেননি৷ এরপরই শুনানি পিছিয়ে বুধবার দুপুরে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি৷

আরও পড়ুন: ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল সিবিআই, না দেওয়াতেই লালনকে খুন, বিস্ফোরক অভিযোগ স্ত্রীর