পেটিএম ফোনপে-তেও শুরু হচ্ছে আরটিজিএস

0
129

খাসখবর ডেস্ক: পেটিএম, মোবিক্যুইক, গুগল পে, ফোনপে-র মতো পেমেন্ট সিস্টেম অপারেটরদের ক্ষেত্রেও এ বার আরটিজিএস এবং এনইএফটি পরিষেবা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। বুধবার চলতি অর্থবর্ষের প্রথম দ্বিমাসিক ঋণনীতি ঘোষণার সময় এ কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কটি। সাধারণ মানুষ যাতে নগদের ব্যবহার কমিয়ে বেশি করে ডিজিটাল লেনদেন করে, সে জন্য পিপিআই এবং নন-ব্যাঙ্ক পিপিআইগুলির ক্ষেত্রে নগদ তোলার সুবিধা চালুর প্রস্তাবও দিয়েছে আরবিআই।

অনলাইনে সঙ্গে সঙ্গে টাকা ট্রান্সফার করতে এই দুই ব্যবস্থার ব্যবহার করে ব্যাঙ্কগুলি। এ বার থেকে পেটিএম, মোবিক্যুইকের মতো প্ল্যাটফর্মগুলিতেও এই ব্যবস্থার ব্যবহার করে আর্থিক লেনদেন করা যাবে। করোনা পরবর্তী অধ্যায়ে অনলাইন লেনদেনে আরও বেশি করে জোর দিতে এবং ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস প্রক্রিয়ার বিস্তারের জন্যই কেন্দ্রীয় ব্যাঙ্কটির এই সিদ্ধান্ত।

- Advertisement -

চলতি অর্থবর্ষের প্রথম দ্বিমাসিক ঋণনীতি ঘোষণার পর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ‘এর মাধ্যমে দেশের সমস্ত ধরনের গ্রাহকের কাছে ডিজিটাল আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। তা ছাড়া চিরাচরিত আর্থিক ব্যবস্থায় লেনদেনের ক্ষেত্রে যে ঝুঁকি থেকে যায় তাও এড়ানো সম্ভব হবে।’

আরটিজিএস এবং এনইএফটির মতো আরবিআই-এর সেন্ট্রালাইজড পেমেন্ট ব্যবস্থা এতদিন পর্যন্ত শুধুমাত্র ব্যাঙ্কের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছিল। এ দিন প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট, কার্ড নেটওয়ার্ক, হোয়াইট লেবেল এটিএম পরিচালন সংস্থার জন্য আরটিজিএস এবং এনইএফটি প্রক্রিয়া ব্যবহারের সরাসরি সদস্যপদ দেওয়ার প্রস্তাব দিয়েছে আরবিআই।
পিপিআইগুলিতে গচ্ছিত আমানতের পরিমাণ বর্তমান ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে। বিষয়টি নিয়ে পরে একটি আলাদা নির্দেশিকা জারি করা হবে বলে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।

এর আগে ২০১৮ সালের অক্টোবর মাসে পিপিআইগুলির জন্য স্বেচ্ছায় ইন্টার-অপারেবিলিটি ব্যবস্থা ব্যবহার নিয়ে এক নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্কটি। কিন্তু, একাধিক প্ল্যাটফর্মের মধ্যে আর্থিক লেনদেন প্রক্রিয়ার ব্যবহার সে রকম সাড়া না পাওয়ায় পিপিআইগুলির জন্য এর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।