ফের সচল ভারতীয় অর্থনীতির চাকা, জেনে নিন ২০.১ শতাংশ জিডিপি বৃদ্ধির রহস্য

ন'য়ের দশকের পর থেকে এটাই দ্রুততম জিডিপি বৃদ্ধির হার

0
55

খাস খবর ডেস্ক: করোনা আবহে ২০২০ সালের মার্চ মাস থেকেই স্তব্ধ জনজীবন। থমকে গিয়েছিল দেশীয় অর্থনীতির প্রগতিও। তবে সেই থেমে থাকা চাকা যেন অনেকটাই গড়াল ২০২১-২০২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে। দেশের উৎপাদন বৃদ্ধির হার বাড়ল ২০.১ শতাংশ।

আরও পড়ুন, বামশাসিত কেরল থেকে আসলেই বাধ্যতামূলক সাতদিনের নিভৃতবাস, নির্দেশিকা জারি কর্নাটকে

- Advertisement -

অবশেষে সুখবর!

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই অর্থনীতি নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। ২০১৪ থেকে ২০১৯ অবধি অরুন জেটলির তত্ত্বাবধানে ছিল অর্থমন্ত্রক। এরপরই এই দফতরের দায়িত্ব নেন নির্মলা সীতারমন। বিশেষত নির্মলা অর্থমন্ত্রী হওয়ার পর থেকেই বেসরকারিকরণ, দারিদ্র, মন্দা, মুদ্রাস্ফীতি, জিডিপি হ্রাস সহ একাধিক ইস্যুতে সরব হয়েছিল বিরোধীরা৷ তাঁদের মূল বক্তব্য ছিল, অর্থনীতির হাল ধরতে ব্যর্থ মোদী সরকার।

তবে সেই সব সমালোচনার উত্তর দিল ২০২১-২০২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক রিপোর্ট৷ জানা গেল, তরতরিয়ে উন্নতি হচ্ছে দেশের অর্থনীতির৷ গত বছরের এই সময়ে যেখানে জিডিপি ২৩.৯ শতাংশ নীচে ছিল। সেখানে এখন দেশের উৎপাদন বৃদ্ধির হার ২০.১ শতাংশ৷ অর্থাৎ ঘুরে দাঁড়াচ্ছে ভারত।

আরও পড়ুন, দহি-হান্ডি উৎসব পালন করবেন বলেছিলেন, বিজেপির রামের বাড়িতে হানা দিল মুম্বই পুলিশ

করোনা পরবর্তীকালে আরবিআইয়ের অনুমান ও বাস্তব

করোনার ফলেই মুখ থুবড়ে পড়েছিল দেশের জিডিপি। ২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে পতন ঘটেছিল ২৩.৯ শতাংশ। দ্বিতীয় ত্রৈমাসিকে হ্রাস পেয়েছিল ৭.৫ শতাংশ৷ তৃতীয় ত্রৈমাসিকে তা দাঁড়ায় ০.৪ শতাংশে৷নুয়ারি-মার্চে জিডিপি বৃদ্ধি হয় ১.৬ শতাংশ। এই বিপুল পতনের পরই ছন্দে ফেরা। তবে আরবিআইয়ের অনুমান মেলেনি৷ এর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছিল, এপ্রিল-জুন মাসে জিডিপি বাড়বে ২১.৪ শতাংশ৷ কিন্তু বাস্তবে তা এসে দাঁড়িয়েছে ২০.১ শতাংশে৷ যা কিনা অত্যন্ত আশাজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

যে পথে ঘুরে দাঁড়ানো

ন’য়ের দশকের পর থেকে এটাই দ্রুততম জিডিপি বৃদ্ধির হার৷ এই বৃদ্ধির জন্য মূলত লকডাউন না থাকাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই অর্থবর্ষে দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়েনি। লকডাউনের বিধিনিষেধও অনেকটাই শিথিল করে দিয়েছিল সরকারগুলি। আর এর ফলেই রফতানি বেড়েছে ৩৯ শতাংশ। যা কিনা মোট জিডিপির প্রায় ২৫ শতাংশ। এক কথায় বলতে গেলে লকডাউন না থাকায় আবার পুরোনো ছন্দে ফিরতে চলেছে দেশের কর্মসংস্কৃতি। উৎপাদন বাড়ছে, জিডিপিও বাড়ছে৷