Budget 2022: আয়কর তুলে দেওয়ার ভাবনা অর্থমন্ত্রকের

0
555

খাস খবর ডেস্ক: কোভিডে বিপর্যস্ত ভারতীয় অর্থনীতি। সুতরাং তাকে চাঙ্গা করা প্রয়োজন। উপায়? একটি উপায় ভেবে রেখেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আয়করকে ব্যয়করে প্রতিস্থাপন করার মাধ্যমে কর ব্যবস্থার সংস্কার। ২০২২-২৩ সালের বার্ষিক বাজেট চূড়ান্ত করার মাধ্যমে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাই স্টেকহোল্ডারদের থেকে পরামর্শ চাইছেন।

আরও পড়ুন: অতিমারীর মাঝেই বরফ আরোহণ উৎসব, আপনিও শিখতে পারবেন উষ্ণ থাকার কৌশল

- Advertisement -

সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, ওমান, কুয়েত, বাহরিন, বারমুডা, সৌদি আরব ইত্যাদি দেশগুলিতে নাগরিকদের আয়কর দিতে হয়না‌। এখন এদেশেও যদি সে ব্যবস্থা চালু হয়, সেক্ষেত্রে প্রায় ৬.৩২ কোটি মানুষ আয়কর রিটার্ন দেওয়ার বোঝা থেকে মুক্তি পাবে। নতুন উদ্যোক্তাদের জন্য গোটা বিষয়টি হতাশাজনক। কারণ, তাদেরও ছাড় দেওয়া হয় ব্যক্তিগত কর সম্মতি থেকে‌।

আয়কর ব্যয়করে প্রতিস্থাপিত হওয়ার অর্থ একটাই। সরকারকে আয়ের উৎস দেখাতে হবে না ঠিকই। কিন্তু ব্যয়ের কারণ দেখাতে হবে। আর এখানে খারাপ এবং ভাল— দুই দিকই রয়েছে। কারণ একজনের আয়-ই তো তাঁর ব্যয় নয়। উল্টোদিকে, তাঁর সকল ব্যয়-ই তাঁর আয় থেকে নয়। ফলতঃ ধনীদের ক্ষেত্রে এ ব্যবস্থা সুদূরপ্রসারী হতেই পারে।

আরও পড়ুন: #UninstallBharatPe, টুইটারে যে কারণে ট্রেন্ডিং এই হ্যাশট্যাগ, জেনে নিন

কারণ ধনীদের ব্যয়ের একটা বড় অংশই আসে তাঁদের মূলধনের বাইরে থেকে। এদিকে আয়করের কোনও এক্তিয়ারই নেই সেটির হালনাগাদ রাখার। এক্ষেত্রে ব্যয়করের খুব ভাল একটি ফলাফল পরিলক্ষিত হতে চলেছে। তবে ভারত সরকারের অনেক চিন্তা ভাবনা করে তবেই এই সংস্কার করা উচিৎ। খেয়াল রাখতে হবে যাতে কোনও অর্থনৈতিক বৈষম্যের না সৃষ্টি হয়।