মানব-ত্রুটির কারণেই শিয়ালদহে দুই ট্রেনের ধাক্কা, চালকের ‘মোটিভ’ খতিয়ে দেখছে রেল

যান্ত্রিক গোলযোগ নয়, মানব ত্রুটির কারণেই বুধবার শিয়ালদহে দুই ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে৷ প্রাথমিক তদন্তে এমনটাই জানাল রেল৷

0
17
Local Train

কলকাতা: যান্ত্রিক গোলযোগ নয়, মানব ত্রুটির কারণেই বুধবার শিয়ালদহে দুই ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে৷ প্রাথমিক তদন্তে এমনটাই জানাল রেল৷ ঘটনায় রেলের এক চালককে ইতিমধ্যে সাসপেন্ড করে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত৷

রেলের পদস্থ কর্তারা জানাচ্ছেন, যেভাবে সিগন্যাল অমান্য করে (সিগন্যাল পাস্‌ড অ্যাট ডেঞ্জার) ওই চালক ট্রেনটিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তাতে উল্টো দিকের ট্রেনের গতি থাকলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটতে পারতো৷ ঠিক কি কারণে চালক সিগন্যাল অমান্য করলেন, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কি না, নাকি অন্য কোনও ‘মোটিভ’ থেকে পরিকল্পিতভাবেই এমন কাজ করেছেন, তদন্তে সবদিকই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা৷

- Advertisement -

রেলের এক কর্তা বলেন, ‘‘প্রথম থেকেই অনুমান করা হচ্ছিল যে যান্ত্রিক গোলযোগ নয়, ঘটনার নেপথ্যে রয়েছে মানব ত্রুটি৷ ইতিমধ্যে তা নিশ্চিত করা গিয়েছে৷ ঘটনার নেপথ্যে বিশেষ কোনও উদ্দেশ্য ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷’’ বস্তুত, এদিন দুপুর ১২.০৩ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশনের অদূরে কারশেডমুখী একটি ফাঁকা ট্রেনের সঙ্গে রানাঘাটগামী একটি যাত্রিবাহী ট্রেনের ধাক্কা লাগে। দুটি ট্রেনের গতি বিশেষ না থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার তীব্রতায় কারশেডমুখী ফাঁকা ট্রেনটির একটি চাকা ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় রানাঘাটগামী ট্রেনের কেবিনের একটি দরজাও। আংশিক ক্ষতি হয় রেললাইনেরও। এরপরই ঘটনার তদন্তে নেমে রেল কর্তারা দেখেন, সিগন্যাল অমান্য করেই এগিয়ে গিয়েছিলেন কারশেডগামী ট্রেনের চালক। তাতেই ঘটে বিপত্তি। এরপরই সংশ্লিষ্ট চালককে সাসপেন্ড করে ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করেছে রেল৷

আরও পড়ুন: সায়নীতেই আস্থা রাখলেন নেত্রী, তবু ভেসে আসছে পরিবারতন্ত্রের টিপ্পনি

https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor