রাজনৈতিক সমীকরণকে দৃঢ় করতে সহজেই আকাশপথে চলে যাবেন মমতা

0
63

খাস খবর ডেস্ক: এবার দিল্লি থেকে তিন বছরের জন্য দশ আসনের একটি বিমান ভাড়া নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের অন্য ভিআইপি-দের জন্যই এই বিমান ভাড়া নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বিমানটি এখনও কলকাতায় এসে পৌঁছায়নি।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, দিন তিনেকের মধ্যে সেটি পৌঁছে যাবে। আগামী সেপ্টেম্বরের শুরুতেই উত্তরবঙ্গ সফরে যাবেন মমতা। ভাড়া করা ওই বিমানেই উত্তরবঙ্গ যাবেন তিনি।

- Advertisement -

ফ্রান্সের জেসল্ট সংস্থার তৈরি দুই ইঞ্জিনের এই ফ্যালকন ২০০০ বিমানের জন্য মাসে কমপক্ষে দুই কোটিরও বেশি টাকা খরচ হবে রাজ্য সরকারের। দিল্লির একটি সংস্থার কাছ থেকে যে-চুক্তিতে সেটি ভাড়া নেওয়া হয়েছে, তার বিবৃতি অনুযায়ী, প্রতি মাসে ন্যূনতম ৪৫ ঘণ্টা ওড়ার টাকা দিতে হবে। প্রতি ঘণ্টায় ওড়ার খরচ হবে প্রায় পাঁচ লক্ষ টাকা। অন্যদিকে, যদি কোনও মাসে বিমান ৪৫ ঘণ্টার কম উড়লেও রাজ্যকে ৪৫ ঘণ্টার খরচই দিতে হবে। আবার যদি নির্ধারিত সময়ের বেশি উড়লে ঘণ্টা প্রতি আরও পাঁচ লক্ষ টাকা করে প্রদান করতে হবে।

আরও পড়ুন: ‘এক ব্যক্তি এক পদ’-এর রাস্তায় হাঁটল ইসলামপুর পুরসভা

ওই বিমানের সঙ্গেই থাকবেন দুইজন পাইলট, এক জন ইঞ্জিনিয়ার ও বিমানসেবক। আগামী তিন বছর তাঁরা শহরের পাঁচতারা হোটেলে থাকবেন বলে জানা গিয়েছে। তবে তাঁদের খরচ আলাদা করে রাজ্যকে দিতে হবে না বলেই সংশ্লিষ্ট সূত্রের খবর। চুক্তির টাকার মধ্যেই সেই খরচ ধরা আছে। বিমানটি তিন বছর কলকাতা বিমানবন্দরে থাকবে বলে স্থির হয়েছে।

টার্গেট ২০২৪-কে সামনে রেখে, দিল্লিতে নরেন্দ্র মোদীর বিরোধিতায় ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য বিভিন্ন রাজ্যের বিরোধী দলের নেতানেত্রীদের সঙ্গে তাঁকে সমন্বয় রেখে চলতে হচ্ছে। এমনকি, মাঝেমধ্যেই তাঁকে বিভিন্ন রাজ্যে যেতেও হতে পারে। এদিকে, কলকাতা থেকে সরাসরি অন্য রাজ্যে যাওয়ার কোন উড়ান নেই। সেইক্ষেত্রে এই ভাড়ার বিমান খুবই কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।