সাগর থেকে দিঘা, শুক্রবারই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রকৃতির মারের কাছে তো কিছু করার নেই৷ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে৷ বৃহস্পতিবারই যাব ভেবেছিলাম৷ কিন্তু দুর্যোগের কারণে সফর একদিন পিছিয়ে দিতে হয়েছে৷’’

0
48

কলকাতা: প্রথমে ঠিক করেছিলেন আগামীকাল ভোরের আলো ফুটলেই রওনা দেবেন ক্ষতিগ্রস্ত এলাকার উদ্দেশ্যে৷ কিন্তু তাঁর সফরসূচি জানতে পারার পরই আবহাওয়া দফতর থেকে জানানো হয়, বৃহস্পতিবারও বড় দুর্যোগের সম্ভবনা রয়েছে৷ এরপরই লক্ষ্মীবারের পরিবর্তে শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: জলোচ্ছ্বাসে মৃত্যু এক মৎস্যজীবীর, নিখোঁজ আরও একজন

- Advertisement -

বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নিজেই জানান তাঁর সফরসূচী৷ জানান, শুক্রবারদুপুরে প্রথমে হিঙ্গলগঞ্জে যাবেন৷ সেখান থেকে সুন্দরবন হয়ে সাগরে করবেন প্রশাসনিক বৈঠক৷ সাগর থেকে চলে যাবেন দিঘায়। শুক্রবার রাতে দিঘাতেই থাকবেন মুখ্যমন্ত্রী৷ খতিয়ে দেখবেন ত্রাণের কাজ৷ পরের দিন অর্থাৎ শনিবার কলকাতায় ফিরবেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷

আরও পড়ুন: প্রকাশ্যে গুলি করে খুন, ‘এক ফুল দো মালি’র তথ্য খতিয়ে দেখছে পুলিশ

প্রসঙ্গত, অতি শক্তিশালী ঘূর্ণি ঝড় ইয়াসের দাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ২৪ পরগণা এবং দুই মেদিনীপুর৷ শুধু বসতভিটে কিংবা চাষের জমি নয়, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাছ চাষে৷ কারণ, সমুদ্র উপকূলবর্তী এলাকা হওয়ায় এলাকার বাসিন্দারা ফসল চাষের পরিবর্তে মাছ চাষ করেন৷ জলোচ্ছ্বাস এবং বাঁধ ভেঙে যাওয়ার ফলে বিস্তৃর্ণ এলাকায় প্রায় কয়েক’শ কোটি টাকার মাছ ভেসে গিয়েছে বলে স্থানীয় সূত্রের খবর৷


মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রকৃতির মারের কাছে তো কিছু করার নেই৷ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে৷ বৃহস্পতিবারই যাব ভেবেছিলাম৷ কিন্তু দুর্যোগের কারণে সফর একদিন পিছিয়ে দিতে হয়েছে৷’’ তিনি বলেন, ‘‘একে ইয়াস তার ওপর পূর্ণিমার ভরা কোটাল৷ ফলে ক্ষতির পরিমাণ অনেকখানি বেড়ে গেল৷’’ প্রসঙ্গত, আপপানের পরও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেবারে অবশ্য মুখ্যমন্ত্রীর কপ্টার সফরের সঙ্গী হয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷