উত্তরপ্রদেশে স্বাস্থ্যকর্মীদের ভুলে ককটেল ভ্যাকসিন পেলেন গ্রামবাসীরা

যোগী রাজ্যে ভ্যাকসিন বিভ্রাট! এবার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের গাফিলতিতে দু’বার দু’রকম প্রতিষেধক পেলেন গ্রামবাসীরা৷

0
40

লখনউ: যোগী রাজ্যে ভ্যাকসিন বিভ্রাট! এবার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের গাফিলতিতে দু’বার দু’রকম প্রতিষেধক পেলেন গ্রামবাসীরা৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিদ্ধার্থনগর জেলার একটি গ্রামে৷ নেপাল সীমান্তের কাছে অবস্থিত এই গ্রামের ২০ জন বাসিন্দা ককটেল ভ্যাকসিন পেয়েছেন৷ ঘটনার কথা সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন৷ যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের তরফে জানানো হয়েছে, এটা তদারকির অভাব৷ দোষীদের শাস্তি দেওয়া হবে৷

আরও পড়ুন: মোদী সরকারের ৭ম বর্ষপূর্তিতে গ্রামে গ্রামে মাস্ক-স্যানিটাইজার পৌঁছে দেবেন মন্ত্রীরা

- Advertisement -

দেশে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড (Covishield) এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন (Covaxin) টিকার দু’টো ডোজ দেওয়া হচ্ছে৷ যারা কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয়বার ওই টিকাই নিতে হচ্ছে৷ কোভ্যাক্সিনের ক্ষেত্রেও একই নিয়ম৷ সেই দিক থেকে ককটেল ভ্যাকসিনের ঘটনা ঘটল উত্তরপ্রদেশে৷

জানা গিয়েছে, লখনউ থেকে ২৭০ কিমি দূরে ওই গ্রামের ২০ জন বাসিন্দা ১ এপ্রিল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কোভিশিল্ডের ডোজ নেন৷ এরপর মে মাস পড়তেই দ্বিতীয় ডোজের সময় হয়ে যায়৷ ১৪ মে তাঁরা ফের স্বাস্থ্যকেন্দ্রে যান৷ কিন্তু দ্বিতীয়বার তাঁদের কোভ্যাক্সিন টিকা দেওয়া হয়৷ গ্রামবাসীরাও ব্যাপারটি বোঝেননি৷ কিন্তু এখন জানাজানি হতেই তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷

আরও পড়ুন: অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্য, রামদেবকে এক হাজার কোটি টাকার মানহানির নোটিশ

সিদ্ধার্থনগর জেলার চিফ মেডিক্যাল অফিসার সন্দীপ চৌধুরী বলেন, ‘‘এটা অসাবধানবশত ভুল৷ ককটেল ভ্যাকসিন দেওয়া নিয়ে সরকারের তরফে কোনও নির্দেশিকা আসেনি৷ আমরা তদন্তের নির্দেশ দিয়েছিলাম৷ রিপোর্টও পেয়েছি৷ যারা দোষী তাদের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে৷ যা ব্যবস্থা নেওয়ার তাই নেওয়া হবে৷’’ তবে আতঙ্কের মধ্যে স্বস্তির খবর এটাই এখনও অবধি কারও শরীরে কোনও বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি৷

সন্দীপ চৌধুরী জানান, যাঁরা যাঁরা ককটেল ভ্যাকসিন পেয়েছেন তাঁদের সকলের সঙ্গে দেখা করে স্বাস্থ্য বিশেষজ্ঞদের টিম৷ প্রত্যেকের সঙ্গে কথা বলা হয়৷ সকলেই সুস্থ আছেন৷ তাঁরা জানিয়েছেন, দুটো আলাদা ভ্যাকসিন নিয়ে কোনও শারীরিক অসুবিধা হয়নি৷