ফের বাংলা ধারাবাহিকের প্রধান চরিত্রে ফিরছেন রাহুল

0
37

কলকাতা: দীর্ঘদিন তাঁকে দেখা যায়নি টেলিভিশনের পর্দায়। অবশেষে বহু দিন পর তিনি ফিরছেন সকলের কাছ। ফের বাংলা ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল দেব বোসকে। ‘বাজলো তোমার আলোর বেনু’-র মাধ্যমে অগুনতি দর্শকদের ভালোবাসা কুড়িয়েছিলেন রাহুল। তারপর অভিনয় করলেও তা ছিল নেগেটিভ চরিত্রে।

যা নিয়ে আপত্তি তুলেছিলেন তাঁর অনুরাগীরা। এবার প্রিয় অভিনেতার বাংলা ধারাবাহিকের মুখ্য চরিত্রে ফেরার খবরে দারুণ খুশি তাঁর ফ্যানেরা। রাহুলের প্রথম অভিনয় জি বাংলার ‘স্ত্রী’ ধারাবাহিকে। তবে সেখানে সহ অভিনেতার ভূমিকায় অভিনয় করেছিলেন। তারপর স্টার জলসার ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে। তবে সেখানেও নেগেটিভ রোলে।

- Advertisement -

‘বাজলো তোমার আলোর বেনু’-তেই প্রথম রাহুলকে দেখা যায় নায়ক-চরিত্রে। সেখানে সোমনাথ আর মৃণ্ময়ীর চরিত্রের রয়ায়ন দেখে তাঁর প্রেমে একপ্রকার পাগল ছিলেন দর্শকরা। সেটির পর আবার তাঁকে ‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকে মহিম সেনের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়।

 

অন্যদিকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কি করে বলব তোমায়’ রাধিকার হবু বর কৌশিকের বেশে দেখা মিললেও তারপর সে পার্টও চুকেছে। তারপর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি রাহুলকে। তবে তিনি যে ফিরছেন তা নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। যদিও বর্তমানে কোন চ্যানেলে বা কোন প্রযোজনায় তাঁর ধারাবাহিক আসছে তা এখনও জানাননি রাহুল। ওই পোস্টে তিনি লিখেছেন, করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে গিয়েছে শ্যুটিং। তাই এখনই এই নিয়ে কথা বলতে চাইছেন না।

টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ রাহুল। তবে এই অভিনেতার কেরিয়ারের শুরুটা হয়েছিল ক্যামেরার আড়ালে থেকেই। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সহকারী হিসেবে এক বছর কাজ করেছিলেন তিনি। কয়েক দিন আগে নেট দুনিয়ায় সেই স্মৃতির কথা মনে করতে গিয়ে আবেগে ভাসেন তিনি।

সেদিন ‘রাজকাহিনি’র স্ক্রিপ্ট নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাহুল। সঙ্গে লিখেছিলেন, ২০১৬-র সেই কাজ তাঁকে অনেক কিছু শিখিয়েছে। যেটাকে মাইলস্টোন হিসেবই দেখেন এই অভিনেতা।