প্রকাশ্যে গুলি করে খুন, ‘এক ফুল দো মালি’র তথ্য খতিয়ে দেখছে পুলিশ

0
38

মালদহ: প্রকাশ্যে গুলি করে খুন করা হল এক যুবককে৷ ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়েছে৷ পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে৷ ঠিক কি কারণে খুন এখনও স্পষ্ট না হলেও স্থানীয়দের বক্তব্য থেকে পুলিশ, ‘এক ফুল দো মালি’র তথ্য খতিয়ে দেখছে৷ মালদহ জেলার হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত করিয়ালি বাজার এলাকার ঘটনা৷

আরও পড়ুন: বেশি দুঃশ্চিন্তা করবেন না, পরিণামে হতে পারে মৃত্যু

- Advertisement -

মৃত যুবকের নাম চাঁদ সিং,বয়স (২২), বাড়ি হরিশ্চন্দ্রপুর করিয়ালি বাজার এলাকায়। গুলি চালানোর অভিযোগ উঠেছে কার্তিক রবি দাসের বিরুদ্ধে। অভিযুক্ত কার্তিক রবিদাস সহ এক যুবককে সামসি এলাকা থেকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা করিয়ালি বাজার এলাকায় প্রকাশ্যে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চাঁদের৷

পুলিশ ও পরিবার সূত্রের খবর অনুযায়ী, পার্শ্ববর্তী পাড়ার মেয়েক প্রেম করতো অভিযুক্ত কার্তিক রবি দাস৷ এই নিয়ে সম্প্রতি কার্তিকের সঙ্গে চাঁদ সিংয়ের ঝামেলাও হয়েছিল৷ তা থেকেই খুন বলে স্থানীয়দের একাংশ মনে করছে৷ যদিও নিহত যুবকের মায়ের দাবি, তাঁর ছেলে কোনও ঝামেলায় থাকত না। এদিকে অভিযুক্ত কার্তিক রবি দাসের বিরুদ্ধে এর আগেও খুনের অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন অভিযুক্তের বৌদি চায়না রবি দাস। অভিযুক্তর বাড়ি ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। সকলেই অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, খুনের ঘটনায় কার্তিক সহ দু’জন যুবককে আটক করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদ চলছে৷ সমগ্র ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে খোদ বাজার এলাকায় প্রকাশ্যে এরকম গুলি চালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয়রা জানিয়েছেন, করিয়ালি বাজার এলাকায় একটি পুলিশ ফাঁড়ি ছিল। যেটি বহু বছর আগে বন্ধ হয়ে যায়। সেই ফাঁড়ি ফের চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।