জলোচ্ছ্বাসে মৃত্যু এক মৎস্যজীবীর, নিখোঁজ আরও একজন

আচমকায় জলোচ্ছ্বাসের পড়ে তিনজনই তলিয়ে যায়। তাঁদের মধ্যে একজন কোনওরকমে সাঁতার কেটে পারে উঠে আসেন৷ বাকি দুজন অবশ্য জলের সঙ্গে লড়তে ব্যর্থ হন৷

0
42

কাঁথি: সমুদ্রের জলোচ্ছাসের তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক মৎস্যজীবীর। বুধবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি উপকূল থানার দক্ষিন কালিন্দী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মৎস্যজীবীর নাম কানাই গিরি (৫৫)। বাড়ি মন্দারমনি উপকূল থানার দক্ষিন কান্দি গ্রামে৷ ঘটনায় তলিয়ে গিয়েছেন আরও এক মৎস্যজীবী৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে উপকূল রক্ষা বাহিনী৷

আরও পড়ুন: প্রকাশ্যে গুলি করে খুন, ‘এক ফুল দো মালি’র তথ্য খতিয়ে দেখছে পুলিশ

- Advertisement -

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইয়াস ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকায় সকাল থেকে তুমুল জলোচ্ছ্বাস শুরু হয়েছিল। লোকালয়ে জল ঢুকতে শুরু করেছিল। এদিন দুপুরে দক্ষিণ কালিন্দী গ্রামের ফিশারিতে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন মৎস্যজীবী৷ আচমকায় জলোচ্ছ্বাসের পড়ে তিনজনই তলিয়ে যায়। তাঁদের মধ্যে একজন কোনওরকমে সাঁতার কেটে পারে উঠে আসেন৷ বাকি দুজন অবশ্য জলের সঙ্গে লড়তে ব্যর্থ হন৷

সঙ্গে সঙ্গে উদ্ধারকার্যে নামে উপকুল রক্ষা বাহিনীর সদস্যরা৷ তাঁরা কানাই গিরি নামে এক মৎস্যজীবীর নিথর মৃতদেহ উদ্ধার করেন। বাকী একজনের এখনও কোন খোঁজ পাওয়া যায়নি বলে অসমর্থিত সূত্রে জানা গিয়েছে। মৃতদেহ বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েন নিহত মৎস্যজীবী কানাই গিরির পরিবারের সদস্যরা। মন্দারমনি উপকূল থানার এক পুলিশ আধিকারিকের কথায়, ফিশারিতে থাকাকালীন আচমকায় জলোচ্ছ্বাসে তলিয়ে যান তিন জন। একজন নিজে থেকে পারে উঠে আসতে পারলেও বাকি দু’জন পারেন নি৷ নিখোঁজ মৎস্যজীবীর খোঁজ চলছে৷