সিপিএমের সঙ্গে জোটে ইতি, প্রদেশ সভাপতি পদ থেকে সরানো হতে পারে অধীরকে 

0
180
Adhir Chowdhury

খাস খবর ডেস্ক : সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোটের বিষয় নিয়ে একাধিক আলোচনা চলছে সেই ২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে। তবে এবার সেই জোটের সম্পর্কে আনুষ্ঠানিক ইতি হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল, এর কারণ একটি খবর ঘুরছে বাংলার রাজনৈতিক মহলে, তা হল প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে সরাতে চলেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। 

আরও পড়ুন : মুখ্যমন্ত্রী পদ ধরে রাখার জন্য আজ লড়াইয়ের মুখোমুখি ধামী

- Advertisement -

কংগ্রেসের সাম্প্রতিক জয়পুর চিন্তন শিবিরে সিদ্ধান্ত হয়েছে এক ব্যক্তি এক পদ, সেই সূত্রে অধীর রঞ্জন চৌধুরী বর্তমানে শতাব্দী প্রাচীন দলের লোকসভার দলনেতা আবার একই সঙ্গে বাংলা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি। তাই এর মধ্যে একটি পদ অধীর বাবুকে ছাড়তে হবে বলেই প্রদেশ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে অধীর রঞ্জন চৌধুরীকে। যদিও কংগ্রেসের আনুষ্ঠানিক ব্যাখ্যা হিসেবে সামনে রাখা হবে এই যুক্তিকে, কিন্তু এর পিছনে অন্য কারণের গন্ধ খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল। 

আরও পড়ুন : মন্ত্রীকে বরখাস্ত করার জন্য কেজরিওয়ালের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি-কংগ্রেস 

রাজনৈতিক মহলে গুঞ্জন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে যেতে পারে কংগ্রেস। সেই ক্ষেত্রে আদ্যন্ত মমতা বিরোধী অধীরকে প্রদেশ সভাপতি হিসেবে রাখা হলে এই জোট দিনের আলো দেখবেনা বলেই মনে করে রাজনৈতিক মহল। অধীরকে সরানো হলে নতুন প্রদেশ সভাপতি হিসেবে ঘুরছে তিনজনের নাম, যথাক্রমে দেবপ্রসাদ রায়, নেপাল মাহাতো এবং প্রদীপ ভট্টাচার্য। যদিও প্রদীপ ভট্টাচার্য এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন এবং সিপিএমের প্রতি তাঁর মনোভাব নমনীয়, সেই ক্ষেত্রে দেবপ্রসাদ রায় বা পুরুলিয়ায় দলের সংগঠন ধরে রাখার কারিগর নেপাল মাহাতোর উপরেও দেওয়া হতে পারে বিধান ভবনের দায়িত্ব।