নিশীথকাণ্ডে CBI তদন্তের দাবি কেন্দ্রের, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

0
42

কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় হামলার ঘটনায় শোরগোল রাজ্য-রাজনীতিতে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। এবার এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি কেন্দ্রের তরফে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে।

আরও পড়ুন: অমিতাভ-ধর্মেন্দ্র’র বাংলোয় বোমা, খবর পেতেই দ্রুত পদক্ষেপ পুলিশের

- Advertisement -

এদিন শুনানিতে কেন্দ্রের তরফে মন্ত্রীর সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়। অভিযোগ, আসল অভিযুক্তদের গ্রেফতার না করে বিজেপির সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। হামলার সময় জেলা শাসকেরা কোথায় ছিলেন, তাঁদের ভূমিকা নিষ্ক্রিয় কেন তা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

এ নিয়ে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, ‘মামলার তদন্তভার হস্তান্তর হয়নি। এই অবস্থায় সিবিআই কোন আইনের পরিপ্রেক্ষিতে তদন্ত করতে চাইছে? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের দিকটিও শুনতে হবে।’ এদিন আদালত আগামী দুদিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয়।

অন্যদিকে, রাজ্যের পাল্টা অভিযোগ, কনভয় হামলার ঘটনা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। মামলার নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উদয়ন গুহের নাম রয়েছে কিন্তু তাঁদের মামলায় যুক্ত করা হয়নি। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

আরও পড়ুন: ভারত ও বিদেশে মুকেশ আম্বানি ও তাঁর পরিবারকে দিতে হবে Z+ ক্যাটাগরির নিরাপত্তা, নির্দেশ শীর্ষ আদালতের