অমিতাভ-ধর্মেন্দ্র’র বাংলোয় বোমা, খবর পেতেই দ্রুত পদক্ষেপ পুলিশের

0
49

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্রর বাড়িতে বোমা বিস্ফোরণের হুমকি। খবর প্রকাশ্যে আসতেই আঁতকে উঠেছেন ভক্তরা। খবর পেয়েই দুই তারকার বাড়িতে পৌঁছয় মুম্বই পুলিশ। শুধু তাই নয় বোমাতঙ্কের খবরে সজাগ মায়ানগরীর একাধিক পুলিশ স্টেশন।

এক জনৈক ব্যক্তি নাগপুর পুলিশ স্টেশনের কন্ট্রোল রুমে ফোন করে এই খবর জানান। অমিতাভ-ধর্মেন্দ্রর বাড়িতে বোমা বিস্ফোরণ হওয়ার পাশাপাশি ওই ব্যক্তি আরও জানান, মুম্বইয়ের দাদরে এক সন্ত্রাসবাদী হামলা চালাতে চলেছেন। কমপক্ষে ২৫ জন আগ্নেয়াস্ত্রধারী যুক্ত আছেন ওই দলে। নাগপুর পুলিশ স্টেশনের কাছ থেকে খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মুম্বই পুলিশের বম্ব স্কোয়াড। যদিও ঘটনাস্থল থেকে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

- Advertisement -

ইতিমধ্যে বোমাতঙ্কের খবরে জুহু, ভিলে-পার্লে ও গমদেবী এলাকাতে সতর্ক পুলিশ। মুম্বইয়ের ‘জলসা’ বাংলোয় পরিবারের সঙ্গে থাকেন ‘শাহেনশা’। তবে জলসা ছাড়াও একাধিক বাংলো আছে বিগ বি’র। তাঁর মধ্যে উল্লেখযোগ্য, ‘জনক’, ‘বৎস’ ও ‘প্রতীক্ষা’। আর অন্যদিকে ধর্মেন্দ্র দেওল জুহুর একটি বাংলোয় থাকেন। কড়া নিরাপত্তায় রাখা হয়েছে তারকাদের বাংলো। সেই সঙ্গে জোর কদমে চলছে তদন্ত। কে বোমাতঙ্কের খবর প্রকাশ্যে আনেন ? নেপথ্যে তাঁর উদ্দেশ্য কি সমস্তটা খতিয়ে দেখছে পুলিশ।