Adenoviruses: ৩৫ দিনে ৪৫ লক্ষর বিল ধরাল হাসপাতাল, আতান্তরে ছাত্রীর পরিবার

0
72
চতুর্থ ঢেউ

কলকাতা: ক্রমেই দাপট বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস৷ সরকারি তথ্য বলছে, নয়া ভাইরাসের দাপটে গত ২ মাসে রাজ্যে মৃত্যু হয়েছে ৯৪ জন শিশুর৷ সর্বশেষ সংযোজন হিসেবে, এদিন বি সি রায় হাসপাতালে মৃত্যু হয়েছে ৬ জন শিশুর৷ সংক্রমণের দাপট জেলা শহরেও৷ স্বভাবতই, ক্রমেই বাড়ছে অ্যাডিনো আতঙ্ক৷ এমন আবহে চিকিৎসার খরচে ঘুম ছুটেছে আক্রান্তের পরিবারের৷ অ্যাডিনোভাইরাস আক্রান্ত মেয়ের চিকিৎসা করাতে গিয়ে কার্যত সর্বস্বান্ত বাগুইআটির একটি পরিবার৷ ৩৫ দিনে ৪৫ লক্ষ টাকার বিল ধরিয়েছে হাসপাতাল৷ শেষ পর্যন্ত খরচের বিল কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভেবেই ভয়ে কুঁকড়ে উঠছেন বাগুইআটির বসু পরিবার৷

আক্রান্তের নাম সুদেষ্ণা বসু। বাগুইআটির জ্যাংড়ার অষ্টম শ্রেণির ওই ছাত্রীটি জানুয়ারি মাসে অ্যাডিনোয় আক্রান্ত হয়৷ তখন থেকেই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি সে৷ বাবা সুকান্ত বসু পেশায় LIC-র এজেন্ট। বলছেন, ‘‘কষ্ট করে এখনও পর্যন্ত ১৫ লক্ষ টাকা জোগাড় করতে পেরেছি৷ বাকি ৩০ লক্ষ টাকা কীভাবে দেব জানি না৷ মোট খরচ কত হবে সেটাও স্পষ্ট নয়৷’’

- Advertisement -

সংবাদমাধ্যমের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন সুদেষ্ণার মা৷ তিনি বলেন, ‘‘আমরা মধ্যবিত্ত পরিবার৷ এত টাকার খরচ কীভাবে জোগাব জানি না৷ যদি কেউ এগিয়ে আসেন…৷’’ কান্নায় বুজে যায় মায়ের গলা৷ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ওয়াকিবহাল মহলও৷ তাঁরা বলছেন, অ্যাডিনো ভাইরাস যদি জ্বর, সর্দিকাশির মতোই হবে তাহলে এত খরচ কেন? এই বিষয়ে সরকারি হস্তক্ষেপ এবং সাহায্যের আর্জি জানাচ্ছেন তাঁরা৷ একই সঙ্গে বাড়ছে সংশয়, করোনার পর নয়া ভাইরাস নতুন করে আরও কত প্রাণ কাড়বে?

আরও পড়ুন: ‘প্রতিদান ফিরিয়ে দিচ্ছেন মমতা’, কৌস্তভ ইস্যুতে কংগ্রেসকে কটাক্ষ শুভেন্দুর