ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, রেলপথে জুড়ছে ইন্দো-চিন নাথুলা সীমান্ত

0
75

শিলিগুড়ি: ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর৷ এবার রেলপথে জুড়তে চলেছে ইন্দো-চিন নাথুলা সীমান্ত। রবিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে সেটাই স্পষ্ট করেছেন দেশের রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীর কথায়, ‘‘গ্যাংটক থেকে কি উপায়ে নাথুলা পর্যন্ত রেল পথ বসানো যায়, সেটা খতিয়ে দেখা হচ্ছে৷ আশা করছি, শীঘ্রই এই কাজ শুরু করতে পারব৷’’

শীঘ্রই চালু হতে চলেছে সেবক-রংপো রেলপথ৷ তারই পরিদর্শনে এদিন এসেছিলেন রেলমন্ত্রী৷ সড়ক পথে গ্যাংটক যাওয়ার আগে রেলমন্ত্রী দেশের উত্তর পূর্বের সুরক্ষার প্রশ্নে আগের কংগ্রেস জমানার তীব্র সমালোচনা করে বলেন, ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত উত্তর পূর্বে যোগাযোগ খাতে মাত্র ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হত৷ এখন ১০ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে শুধু রেলের ক্ষেত্রে৷ শুধু রেল নয়, সড়ক পথেও উত্তর পূর্বের যোগাযোগকে আরও সুগম করে তুলতে তৎপর হয়েছেন প্রধানমন্ত্রী৷ উনি উত্তর পূর্বকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন৷ আজ সেবক থেকে রংপো আমরা পরিদর্শন করব৷ এরপর গ্যাংটক৷ তারপর গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত রেল পথের ব্যবস্থা করা হবে৷

- Advertisement -

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলার সরকারের তীব্র সমালোচনা করে রেলমন্ত্রী বলেন, ‘‘বাংলার রেল যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে মোদীজি বিপুল বরাদ্দ করেছেন৷ কিন্তু বাংলার আইন শৃঙ্খার সমস্যা, কোথাও জবর দখল- এই সব কারণে আটকে রয়েছে রেলের বহু প্রকল্পের কাজ৷’’

রেলমন্ত্রী জানান, ‘‘দেশের সামরিক সুরক্ষার স্বার্থে নাথুলার যোগাযোগ ব্যবস্থাকে আরও আগে উন্নত করা জরুরি ছিল৷ প্রধানমন্ত্রীর হাত ধরে সেটা হতে চলেছে৷ নাথুলা পর্যন্ত এই রেলপথ যুক্ত হলে সেনাবাহিনীর রসদ সংগ্রহে অত্যন্ত সুবিধা হবে।’’ উত্তর পূর্বের যোগাযোগ সুদৃঢ় হলে সীমান্তের ভ্রমণ ব্যবস্থা যেমন শক্তিশালী হয়ে উঠবে তেমনই সীমান্তের গ্রামগুলির আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে বলেই মনে করেন রেলমন্ত্রী৷

আরও পড়ুন: Adenoviruses: ৩৫ দিনে ৪৫ লক্ষর বিল ধরাল হাসপাতাল, আতান্তরে ছাত্রীর পরিবার