এবার থেকে হয়ত ওষুধের দোকানেও মিলবে করোনার দুই Vaccine, দাম জেনে নিন

0
264

খাস খবর ডেস্ক: করোনা টিকার একেকটির দাম একেকরকম। বেসরকারি হাসপাতালে টিকা নিলে কোভিশিল্ডের একটি টিকার দাম ৭৮০ টাকা। অন্যদিকে কোভ্যাক্সিন টিকাপ্রতি ১২০০ টাকা।

আরও পড়ুন: শরীরে করোনার একাধিক উপসর্গ, অথচ রিপোর্ট নেগেটিভ, কী করবেন এই পরিস্থিতিতে

- Advertisement -

ইতিমধ্যেই খোলা বাজারে পাইকারে এবং খুচরো হারে টিকাদুটি বিক্রির ছাড়পত্রের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে দুই টিকার নির্মাতা। যথাক্রমে কোভিশিল্ডের প্রস্তুতকারক সিরাম ইনস্টিটিউট এবং কোভ্যাক্সিনের নির্মাতা ভারত বায়োটেক। যদি এ আবেদন অনুমোদিত হয়, তাহলে তাদের দাম কত পারে? মানুষ কী পারবে প্রয়োজনমাফিক টিকা কিনে নিতে? স্বাভাবিকভাবেই চলে আসছে এ সমস্ত প্রশ্ন।

সূত্রের খবর, বিষয়টি মাথায় রাখছে কেন্দ্র। যে কারণে টিকার দাম নির্ধারণের দায়িত্ব তারা দিচ্ছে National Pharmaceutical Pricing Authority বা সংক্ষেপে NPPA -কে। সূত্রের দাবি অনুযায়ী, দুটি টিকার দামই এক রাখার চিন্তাভাবনা চলছে।

আরও পড়ুন: কতটা কার্যকরী অত্যাধুনিক N95 মাস্ক, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

সেক্ষেত্রে টিকার দাম হতে পারে ২৭৫ টাকা। তবে হ্যাঁ, অতিরিক্ত পরিষেবা বাবদ এর সঙ্গে যুক্ত হতে পারে ১৫০ টাকা। অর্থাৎ বর্তমান দামের নিরিখে দেখতে গেলে কিছুই না। আসলে মানুষের যাতে পকেটে কুলোয়, সে বিষয়টি মাথায় রাখছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা।