মাধ্যমিকস্তরে শিক্ষক-শিক্ষিকাদের জন্য জারি নয়া নির্দেশিকা

0
231
Rainfall

কলকাতা: সকলেরই যোগ্যতা এক। নিয়োগ হয়েছে মাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষিকা হিসেবে। কিন্তু নতুন শিক্ষা ব্যবস্থায় ‘নর্মাল সেকশন’ বা মাধ্যমিক স্তরে তাঁদের দুভাগে ভাগ করার নির্দেশিকাকে ঘিরে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। প্রথমটি, ‘আপার প্রাইমারি সেকশন’ বা উচ্চ প্রাথমিক, যার মধ্যে রয়েছে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি। দ্বিতীয়টি হল, ‘সেকেন্ডারি সেকশন’ বা মাধ্যমিক বিভাগ। নবম ও দশম শ্রেণি এই বিভাগের অন্তর্গত।

আরও পড়ুন: 100 Days Work: মানুষের পরিবর্তে যন্ত্র দিয়ে কাজ, ১০০ দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগ

- Advertisement -

নতুন এই নির্দেশিকায় বলা হয়েছে, মাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের ২:১ অনুপাতে ভাগ করতে হবে। অর্থাৎ কোনও স্কুলে মাধ্যমিক স্তরে যদি ৩০ জন শিক্ষক-শিক্ষিকা থাকেন, তা হলে ২০ জনকে উচ্চ প্রাথমিকে এবং ১০ জনকে নবম ও দশম শ্রেণিতে পড়াতে হবে।

আরও পড়ুন: জাতীয় ফুল ছিঁড়ে মাটিতে ফেলে দেশকে অপমান করেছেন মদন মিত্র, বলছে নেটিজেনরা

কিন্তু, বর্তমানে শিক্ষক-শিক্ষিকারা এটাকে ‘অবাঞ্ছিত বিভাজন’ হিসেবে দেখছেন। তাঁদের কথায়, মাধ্যমিক স্তরের শিক্ষক হিসেবে নিয়োগপত্র পাওয়ার পরে তাঁদের একাংশকে এইভাবে উচ্চ প্রাথমিকের তকমা দেওয়ায় মর্যাদাগত অবনমনের আঘাত দেওয়া হচ্ছে। এর ফলে, অদূর ভবিষ্যতে উচ্চ প্রাথমিকের শিক্ষকদের বেতনে কোপ আশঙ্কা থেকে যাচ্ছে। পাশাপাশি, শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নতুন জটিলতার আশঙ্কা বাড়ছে।

শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, মাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে এই বিভাজন ঘটিয়ে অহেতুক জটিলতা তৈরি করা হচ্ছে। এই বিষয়ে, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন, কিসের ভিত্তিতে স্কুল-প্রধানেরা এই ২:১ অনুপাতে তাঁদের শিক্ষক-শিক্ষিকাদের দুভাগ করবেন, তার কোনও গাইডলাইন বা নির্দেশিকা দেওয়া হয়নি। তিনি আরও বলেন, ‘উচ্চ প্রাথমিক এবং নবম-দশম শ্রেণি, এই দুই ভাগে মাধ্যমিক স্তরের শিক্ষকেরা ভাগ হয়ে গেলে ভবিষ্যতে তাঁদের বেতনের ক্ষেত্রেও বৈষম্য তৈরি হতে পারে। এমনকি বদলির ক্ষেত্রেও অসুবিধার সৃষ্টি হবে। তখন হয়তো উচ্চ প্রাথমিকের কোনও শিক্ষককে আপস-বদলির জন্য উচ্চ প্রাথমিক স্তরের ‘ম্যাচিং’ শিক্ষক খুঁজতে হবে। যা এখন করতে হয় না।’ এই বিভাজন যাতে না-হয়, সেই দাবি জানিয়ে তাঁরা ইতিমধ্যেই জেলা স্কুল পরিদর্শকের কাছে স্মারকলিপি পেশ করেছেন বলে জানা গিয়েছে।