সাধারণের জন্য করোনা টিকা, পুরসভার তরফে ওয়ার্ড ভিত্তিক রেজিস্ট্রেশন শুরু

0
315

তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল: বছরের শুরুতেই করোনা টিকা ভারতের বাজারে চলে এসেছে। জানুয়ারির তৃতীয় সপ্তাহেই রাজ‍্যের হাতে কোভিশিল্ড আর কোভ‍্যাকসিন নামে দুটি টিকাই এসেছে। তবে, আপাতত করোনা যোদ্ধাদের এই টিকা দেওয়ার নির্দেশ রয়েছে। প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা করণের পরেই সাধারণ নাগরিকদের করোনা টিকা দেওয়ার কাজ শুরু হবে। আর সেই কাজ এগিয়ে রাখছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন করোনার অজুহাতে কোটি কোটি টাকা খাচ্ছে তৃণমূল, দাবি অর্জুনের

- Advertisement -

টিকা করণের পরিকল্পনা অনুযায়ী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, পুলিশ, দমকল কর্মীদের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব‍্যক্তিদের টিকা দেওয়ার পরেই প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হবে। পাশপাশি যাদের কিডনি, ফুসফুসের রোগ, ক‍্যানসার, সুগার, উচ্চ রক্তচাপের মতো সমস‍্যা আছে অর্থাৎ কোমরবিটি যুক্ত ব‍্যক্তিদের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি তাই কলকাতা পুরসভা চেতলাতে একটি রেজিস্ট্রেশন ক‍্যাম্প চালু করেছিল। সেখানে প্রয়োজনীয় নথি দেখিয়ে পঞ্চাশর্ধ্ব নাগরিকেরা নিজেদের নাম করোনা টিকা নেওয়ার জন্য নথিভুক্ত করছেন।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, করোনা টিকা রেজিস্ট্রেশন ক‍্যাম্পে সাধারণ মানুষের আগ্রহ প্রবল ছিল। ফলে, এর জেরে একদিকে করোনা টিকা নিয়ে আতঙ্ক কিংবা ভ্রান্ত ধারণা কাটানো সহজ হচ্ছে। পাশপাশি সাধারণ মানুষকে সচেতন করা যাচ্ছে। তাছাড়া টিকা করণের পরবর্তী পর্বের কাজ এগিয়ে রাখা যাচ্ছে।

পুরসভার এক কর্তা জানিয়েছেন, এই ক‍্যাম্পের সাফল‍্য দেখে পুরসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডেই এই রেজিস্ট্রেশন ক‍্যাম্প শুরু হবে। পঞ্চাশোর্ধ নাগরিকেরা সেখানে প্রয়োজনীয় নথি দেখিয়ে নাম নথিভুক্ত করবেন। উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক জায়গা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।