ভারতে নিষিদ্ধ ধর্মগুরু উপস্থিত কাতার বিশ্বকাপের আসরে, ধর্মীয় বক্তৃতা দেবেন

0
129

বিশ্বদীপ ব্যানার্জি: আরও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে কাতার বিশ্বকাপ। ধর্ম প্রচারক হিসেবে খ্যাত জাকির নায়েক ভারতে নিষিদ্ধ। দীর্ঘকাল ভারতছাড়া তিনি। এবারে সেই জাকির নায়েককে-ই সাদর আমন্ত্রণ জানানো হল কাতার বিশ্বকাপের আসরে। ফলতঃ নতুন করে সৃষ্টি হয়েছে বিতর্কের।

আরও পড়ুন: সমকামীদের সমর্থন করায় বিশ্বকাপে নিষিদ্ধ হওয়ার মুখে হ্যারি কেইন

- Advertisement -

২০১৬ সালে জাকির নায়েককে নিষিদ্ধ ঘোষণা করা হয় ভারতে। এই ধর্মগুরুর বিরুদ্ধে আর্থিক তছরুপ আর ধর্মীয় বিদ্বেষ সঞ্চার করার অভিযোগ ছিল। নিষেধাজ্ঞা জারি করা হয় জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠানের ওপর। এখন মালোয়েশিয়ায় থাকেন জাকির।

উল্লেখযোগ্য বিষয় হল, সেই দেশেও জাতীয় নিরাপত্তার স্বার্থে জাকিরের ধর্ম প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ২০২০ নাগাদ। সেই জাকির নায়েককে-ই আমন্ত্রণ জানানো হল কাতার বিশ্বকাপে। জানা যাচ্ছে, বিশ্বকাপকে নিজের মতাদর্শ প্রচারের মঞ্চ হিসেবে বেছে নিতে চলেছেন। আর সেই কারণেই তৈরি হয়েছে বিতর্ক। এমনিতেই কাতার বিশ্বকাপকে ঘিরে বিতর্কের অন্ত নেই। মদ্যপান এবং পোশাকে রয়েছে একাধিক বিধিনিষেধ। এরই সঙ্গে জাকির নায়েক নামটি যুক্ত হওয়ায় আগুনে যেন ঘি পড়ছে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

কাতারের রাষ্ট্রীয় ক্রীড়া চ্যানেল আলকাসে’র উপস্থাপক একটি টুইট করে জাকির নায়েকের কাতার বিশ্বকাপে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, “ধর্ম প্রচারের উদ্দেশ্যে জাকির নায়েক কাতার বিশ্বকাপে উপস্থিত হয়েছেন। তিনি বিশ্বকাপ চলাকালীন ধর্মীয় বক্তৃতা দেবেন।”