‘এখানেই শেষ নয়’, বললেন মরক্কোর কোচ

0
124

শান্তি রায়চৌধুরী: বিশ্বকাপে শুরু আগে মরক্কোতো কারোর লিস্টেই ছিল না। সেই মরক্কো পর্তুগালকে হারিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখে গড়েছে ইতিহাস।

অথচ এই দলটাই বিশ্বকাপ শুরুর তিন মাস আগে কোচ ছাঁটাই করে ছন্নছাড়া ছিল। কিন্তু ওয়ালিদ রেগ্রাগুই দায়িত্ব নিয়েই সবকিছু যেন জাদুর পরশে বদলে দিলেন।

- Advertisement -

তার অধীনে কাতার বিশ্বকাপে রূপকথা লিখে চলেছে মরক্কো। তবে সেমিফাইনালে পৌঁছেই রূপকথার শেষ টানতে চান না ওয়ালিদ। তাদের স্বপ্নটা এখন বড় হয়ে দাঁড়িয়েছে।
শনিবার যে ইতিহাস লিখতে হবে খেলোয়াড়দের সেই কথা আগেই জানিয়ে রেখেছিলেন মরক্কো কোচ।

ম্যাচ শেষে তিনি বলেন, আমরা পর্তুগালের মতো অসাধারণ একটা দলের সঙ্গে খেলে জিতেছি। নিজেদের সর্বোচ্চটা দিয়েই খেলেছি, সবাই লড়াই করেছে। ম্যাচের আগে আমি তাদের বলেছিলাম, আমাদের আফ্রিকার ইতিহাস লেখতে হবে, সেটা ওরা করেছে। আমরা উন্নতি করছি।’

আগামী ১৪ ডিসেম্বর সেমিফাইনালে মরক্কোর প্রতিন্দ্বন্দ্বী ফ্রান্স। কঠিন পরীক্ষা। দেখা যাক মরক্কো সেই পরীক্ষায় কতটা উত্তীর্ণ হতে পারে।