ভবিষ্যদ্বাণী: ফাইনালে স্বপ্নভঙ্গ হবে আর্জেন্টিনার, শিরোপা জিতবে এই দল

0
11440
fifa-world-cup-2022-argentina-in-trouble-as-time-traveller-predicts-tournaments-winner

শান্তি রায়চৌধুরী: প্রতিবারই ফুটবল বিশ্বকাপ ঘিরে নানা ভবিষ্যদ্বাণী থাকে। ২০১০ সালে পল নামে এক অক্টোপাসের ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। এরপর থেকে প্রতি বিশ্বকাপেই এমন কিছু দেখা গেছে। এবারের বিশ্বকাপেও ভবিষ্যদ্বাণী দেখা গেছে। বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও এবার ভবিষ্যদ্বাণী করেছিল। তবে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ব্রাজিল বাদ পড়ায় বেশিরভাগের প্রেডিকশনই মেলেনি।

যদিও এবার মিলে যাচ্ছে ব্রাজিলের এক জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণী। বিশ্বকাপ শুরুর আগে তিনি জানিয়েছিলেন, ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই। সেটি সত্যি হয়েছে। ব্রাজিলের এ জ্যোতিষীর মতে, ১৮ ডিসেম্বরের ফাইনাল খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ফের একবার ফাইনালে মেসির স্বপ্নভঙ্গ হতে চলেছে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে ফ্রান্স।

- Advertisement -

আরও পড়ুন: Argentina vs Croatia : টাইব্রেকার হলে কার পাল্লা ভারি, কী বলছে পরিসংখ্যান 

অ্যাথোস সালোম ব্রাজিলে ‘দ্য লিভিং নস্ট্রাদামুস’ নামে খ্যাত। তার এমন অনেক ভবিষ্যদ্বাণী মিলে গেছে বর্তমান সময়ের ঘটনার সঙ্গে। তার ভবিষ্যদ্বাণীর মধ্যে কোভিড-১৯ মহামারি, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এবং ব্রিটেনের রানি এলিজাবেথের মৃত্যুও ফলে গেছে তার নির্ধারিত সময়মতো। তাই তার ভবিষ্যদ্বাণী অনেকেই বিশ্বাস করেন।