ফুটবলটা আমাদের হাতে নেই, সবটাই কোম্পানির হাতে: দাবি মোহনবাগান সচিবের

0
296

বিশ্বদীপ ব্যানার্জি: মঙ্গলবার বিকেলে একাধিক ঘোষণা করা হল মোহনবাগান ক্লাবের তরফে। জাতীয় ক্লাবের তকমা পাওয়া শতাব্দীপ্রাচীন এই ক্লাবের হাতে এখন অসংখ্য কর্মসূচি। সাংবাদিক সম্মেলনে সেসব কর্মসূচি তুলে ধরতে গিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য বাগান সচিব দেবাশিস দত্তের। তিনি জানিয়ে দিলেন, ফুটবলটা এই মুহূর্তে ক্লাবের হাতে নেই।

আরও পড়ুন: ভালোবাসা আছে আজও, তবুও বার্সায় ফিরবেন না Lionel Messi

- Advertisement -

প্রথমেই জানান হল, মোহনবাগান স্পোর্টস লাইব্রেরীর কথা। যা আর কিছুদিনের মধ্যে উদ্বোধন হতে চলেছে। দেবাশিসের কথা থেকে জানা গেল, অনেক নামী প্রকাশনী সংস্থা-ই এ বিষয়ে এগিয়ে এসেছে। ইতিমধ্যেই ১৫০ এর বেশি বই সংগ্রহ হয়ে গিয়েছে। এরপর আরও নানা কর্মসূচি উল্লেখ করার পর বাগান সচিব তুলে ধরলেন এই মুহূর্তে সবথেকে বড় ঘোষণাটি।

সাংবাদিকদের সামনেই স্কোয়ার সার্কেল নামক একটি কোম্পানির সঙ্গে সংযুক্তিকরণ হল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের। এই সংযুক্তিকরণের পর দেবাশিস তুলে ধরলেন মোহনবাগান স্পোর্টস অ্যাকাডেমি নির্মাণের কথা। তিনি বলেন, “স্কোয়ার সার্কেল নামক এই কোম্পানির সঙ্গে সংযুক্তিকরণ হল আমাদের। এই কোম্পানির ব্র্যান্ড নেম হল, আমোজি প্রো ইন্ডিয়া। এবারে ক্লাব আর এই সংস্থার যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে মোহনবাগান স্পোর্টস অ্যাকাডেমি। এই অ্যাকাডেমির নামে কলকাতার কয়েকটি নামী স্কুলে ক্রিকেট কোচিং ক্যাম্প শুরু হতে চলেছি আমরা।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

দেবাশিস আরও জানান, এই অ্যাকাডেমির অর্থনৈতিক দিকটি দেখবে স্কোয়ার সার্কেল। এবং মোহনবাগান ক্লাবের দায়িত্বে থাকবে টেকনিক্যাল দিকটি। এরপরই সাংবাদিকদের তরফে মোহনবাগানকে সচিবকে প্রশ্ন রাখা হয়, ক্রিকেটের মত কি ফুটবল নিয়েও এমন কোনও কর্মসূচির পরিকল্পনা রয়েছে। জবাবে দেবাশিস বলেন, “ফুটবলটা মোহনবাগান ক্লাবের হাতে কোথায়? গোটাটাই তো কোম্পানির হাতে। কিছু করতে হলে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। তবে ওদের সঙ্গে আমরা কথা বলেছি। বিশেষ করে স্কুল ফুটবল আর প্রমীলাদের ফুটবল নিয়ে।” পাশাপাশি দেবাশিস জানান, এটিকে মোহনবাগানের পারফরম্যান্স ইদানিং মোটেই আশানুরূপ হচ্ছে না। সে বিষয়েও বারবার কথা হচ্ছে।