মুখ্যমন্ত্রীকে কালীঘাটের বাড়িতে ঢুকিয়ে দিয়েছি, অভিষেকের গড়ে সরব Suvendu 

0
38

খাস‌ ডেস্ক: অভিষেক বন্দোপাধ্যায়ের গড়ে দাঁড়িয়ে হুংকার রাজ্যের বিরোধী দলনেতার। পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি তৃণমূলের নম্বর ১ এবং নম্বর ২-কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত নান্দাভাঙ্গা শালতিঘাটার সভা থেকে তৃণমূলকে একহাত নিলেন শুভেন্দু।

শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি দিয়ে বললেন, “২০১৮ ও ২০২১-এর ভোটের পর যে অত্যাচার হয়েছে পঞ্চায়েত নির্বাচনে সুদে ও আসলে পরিশোধ করব।” দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, “গ্রামে গ্রামে চাটাই বৈঠক, উঠান বৈঠকে জোর দিন। মোদীজির বিপুল কর্মকাণ্ড ঘরে ঘরে প্রচার করুন। আপনারা জেগে উঠুন, তৈরি হন। আগামিদিনে জোর লড়াই। আপনারা সঙ্গে থাকবেন। এ লড়াই জিততেই হবে। পঞ্চায়েত ভোটে পদ্মফুল ফোটাতেই হবে।”

- Advertisement -

গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু। সেই জয়কে হাতিয়ার করেই তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটের বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। ভয় কাটিয়ে মনোনয়ন জমা দিতে সাহায্য করুন, নন্দীগ্রামের মত পাহাড়া দিন। তাহলেই ছক্কা মারবো।”

আরও পড়ুন: ১১০-এ পা সন্দেশ পত্রিকার, পরিবারের চার প্রজন্মের কাজ প্রকাশ করলেন সন্দীপ রায়

ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ভাইপো’ বলে সম্বোধন করে শুভেন্দু কটাক্ষ করেন, আমার জেলায় গিয়ে বড় বড় কথা বলে। ও কোনও বক্তাই নয়। সাংসদকে কটাক্ষ করতে গিয়ে সভা মঞ্চে একসময় ভাষার শালীনতার সীমাও ছাড়ান তিনি। সম্মেলন শেষে সংবাদ মাধ্যমের কাছে মেঘালয়ের তৃণমূল প্রসঙ্গে শুভেন্দুর কটাক্ষ করে বলেন, “মেঘালয়ে তৃণমূল হল স্যান্ডো গেঞ্জির বুকপকেট।”