ভালোবাসা আছে আজও, তবুও বার্সায় ফিরবেন না Lionel Messi

0
101
lionel-messi-will-not-return-to-barcelona

স্পোর্টস ডেস্ক: ২০২১ সালে চাঞ্চল্য ছড়িয়ে এফসি বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে সই করেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তারপর থেকেই মেসি ভক্ত ও বার্সেলোনা (Barcelona) সমর্থকদের প্রশ্ন আদৌ কী নীল সাদা জার্সিতে দেখা যাবে আর্জেন্টাইন কিংবদন্তিকে? ২০২৩ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে মেসির। নিজেদের তারকা মেসিকে ফেরাতে আপ্রাণ চেষ্টা চালাবে বার্সা, সেটায় স্বাভাবিক। বার্সার চুক্তিতে খুশি না হয়েই মেসি পাড়ি দিয়েছিলেন প্যারিসে। কাতার বিশ্বকাপ জয়ের পর মেসি আর বার্সায় ফিরতে চাইছেন না। বার্সা কর্তৃপক্ষ চেষ্টা চালালেও মেসি আর সাড়া দেবেন না বলেই মনে করা হচ্ছে।

বার্সার সঙ্গে মনোমালিন্যের জেরেই আর পুরনো ক্লাবে ফিরতে চান না মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির এক পরিচিত সাংবাদিক গাটসন এদুল বলেছেন, “মেসির (Lionel Messi) সঙ্গে বার্সার বোর্ডের সম্পর্ক একেবারেই ভালো নেই। পরিস্থিতি আর আগের মতো নেই। বার্সেলোনাকে (Barcelona) আজও একই রকম ভালোবাসে।” এর আগে বার্সিলোনার সভাপতি জোয়ান লাপোর্তা জানিয়েছিলেন, মেসিকে বার্সিলোনায় ফিরিয়ে আনার চেষ্টা তারা করবেন। আর্জেন্টাইন বরপুত্রকে বার্সিলোনায় ফিরিয়ে আনার বার্তা দিয়েছিলেন বর্তমান হেড কোচ জাভিও। ফলে মেসিকে নিয়ে আসার চেষ্টা করবে বার্সা, তা বলাই যায়।

- Advertisement -

আরও পড়ুন: Wrestling: প্রতিবাদের জেরে কুস্তিগীরদের টুর্নামেন্টে খেলায় বাধা

মেসিকে ফিরিয়ে আনতে গেলে বার্সেলোনাকে নিজেদের বেতনের পরিমাণ অন্ততপক্ষে ৪০ শতাংশ কমাতে হবে। ফলে মেসির ফেরার সম্ভাবনাই নেই। বার্সেলোনার আগ্রহ সত্ত্বেও লিওনেল মেসি নিজের আগামী ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেবেন ফিফা বিশ্বকাপের পরে। পিএসজির সঙ্গে মেসির চুক্তিতে আরও এক বছর বাড়ানোর ক্লজ রয়েছে, কিন্তু সেই ক্লজ এখনও লাগু করেনি ফরাসি ক্লাব। খুব শীঘ্রই সেই বিষয়ে মেসির সঙ্গে পিএসজি আলোচনা করবে বলে জানা গিয়েছে।