বলিউডে নক্ষত্র পতন, প্রয়াত সতীশ কৌশিক

0
310

খাস খবর ডেস্ক: ফের নক্ষত্র পতন চলচ্চিত্র জগতে। প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিক। বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু সংবাদ পাওয়া গিয়েছে। তাঁর প্রয়াণের খবর টুইট করে জানান অভিনেতা অনুপম খের।

আরও পড়ুন: বাঁ হাতে দারুণ ব্যাট করেন, অবিকল সৌরভ, বায়োপিকে নাম ভূমিকায় তবে কি ইনিই

- Advertisement -

মূলতঃ কমেডি চরিত্রের জন্য বিখ্যাত ছিলেন সতীশ কৌশিক। অভিনেতার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। টুইটারে সতীশ কৌশিকের মৃত্যুর খবর দিতে গিয়ে অনুপম খের লিখেছেন, “জানি, মৃত্যুই এই পৃথিবীর চিরন্তন সত্য। কিন্তু প্রিয় বন্ধুর সম্পর্কে এ কথা লিখতে হবে তা স্বপ্নেও ভাবিনি।” যোগ করেছেন, “৪৫ বছরের বন্ধুত্বে ছেদ পড়ল! তোমাকে ছাড়া জীবন আগের মত থাকবে না, সতীশ!”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

মিস্টার ইন্ডিয়া, স্বর্গ, সাজন চলে শশুরাল ইত্যাদি একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন সতীশ কৌশিক। পেয়েছেন একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ১৯৬৫ সালের ১৩ এপ্রিল হরিয়ানায় জন্ম তাঁর। অভিনয়ের পাশাপাশি পরিচালনা এবং প্রযোজনার কাজও করেছেন সতীশ কৌশিক। ছিলেন স্ক্রিন রাইটার-ও। ৬৭ বছর বয়সে স্ত্রী ও কন্যা সন্তানকে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।