
স্পোর্টস ডেস্ক: সম্প্রতি নিজের পেশাদারী টেনিস কেরিয়ারকে বিদায় জানিয়েছেন সানিয়া মির্জা। কিন্তু মধুরেণ সমাপয়েৎ হল না। একটি বিতর্ককে সঙ্গী করেই র্যাকেটকে বিদায় জানাতে হল টেনিস সুন্দরীকে। তবে বিতর্ক তিনি নিজে সৃষ্টি করেননি। করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।
আরও পড়ুন: টেস্টের প্রথম দিনেই হয়ত এক অকল্পনীয় বিশ্বরেকর্ডের সাক্ষী থাকতে চলেছে মোতেরা
গত রবিবার হায়দ্রাবাদের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে সানিয়ার ফেয়ারওয়েল ম্যাচে তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। উপস্থিত হয়েছিলেন ইরফান পাঠান-ও। ম্যাচ শেষে তিনি সানিয়ার সঙ্গে ভিডিও তুলে তা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও ফুটেজে সানিয়ার কাঁধে হাত রাখতে দেখা গিয়েছে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারকে।
আর এ থেকেই বিতর্কের সৃষ্টি। একাধিক নেটাগরিকে’র অভিযোগ, ইসলামের নিয়ম ভেঙে সানিয়াকে অশ্লীলভাবে ছুঁয়েছেন পাঠান। উল্লেখ্য, সানিয়ার ফেয়ারওয়েল ম্যাচ দেখতে পাঠানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সাফা বেইগ। তাঁর সঙ্গে যে ছবি পাঠান শেয়ার করেছেন তাতে তাঁকে পর্দানশীন অবস্থাতেই দেখা গিয়েছে। এখানেই আপত্তি ইসলাম ধর্মালম্বী নেটিজেনদের।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
তাঁদের দাবি, নিজের স্ত্রীকে পর্দার আড়ালে রেখে কীভাবে পাঠান হিজাব না পড়ে থাকা একজন মহিলার কাঁধে হাত রাখেন। এ ঘটনা রীতিমত অশ্লীল মনে করছেন তাঁরা। জনৈক ব্যক্তি লেখেন, “শোয়েব মালিক এ জন্য তোমায় অভিশাপ দেবে। পাঠানের কোনও লজ্জাই নেই।” আরেকজন আক্রমণ করেছেন পাঠানের বাবাকে। লেখেন, “আপনার বাবা নাকি বড়মাপের মৌলবী!” আরেকজন লিখেছেন, “নিজের স্ত্রীকে হিজাবে ঢেকে রেখে পরস্ত্রীকে স্পর্শ করার বিন্দুমাত্র লজ্জা নেই তোমার!”
You have been unstoppable exactly like this song. So proud of your achievement. The real journey starts after retirement @MirzaSania #legend #tennis pic.twitter.com/Di9rNwSLt0
— Irfan Pathan (@IrfanPathan) March 6, 2023