বিধানসভা কেন্দ্রে ভোটার মাত্র ৮৩০২ জন, হাড্ডাহাড্ডি লড়াইতেও নজরকাড়া ফারাক

0
65

খাস ডেস্ক: দেশের উত্তর পূর্বের ভোটমুখী ৩ রাজ্যের মধ্যে ত্রিপুরার ভোটগ্রহণ পর্ব শেষ৷ বাকি দুই রাজ্য নাগাল্যান্ড (Nagaland) এবং মেঘালয়ে(Meghalaya) ভোটগ্রহণ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি৷ পরিসংখ্যানে(Facts and Figures) নজর দিলে দেখা যাবে, উত্তর পূর্বের এই ৩ রাজ্যে বিধানসভা কেন্দ্র কিন্তু ৬০টি করে৷ এবং সব জায়গাতেই হচ্ছে একদফায় ভোটগ্রহণ৷

কমবেশি ৬ হাজার ৪০১ বর্গ মাইল জুড়ে নাগাল্যান্ড রাজ্যের ব্যাপ্তি ৷ আর তেইশের ভোটযুদ্ধে সেখানে ভোটারদের সংখ্যা মেরেকেটে ১৩ লক্ষ ১৬ হাজার ৬৪ জন৷ নির্বাচন কমিশনের Facts and Figures অনুযায়ী, এঁদের মধ্য সার্ভিস ভোটারদের সংখ্যা ৭ হাজার ৯৮২ জন৷

- Advertisement -

আরও পডুন:https://www.khaskhobor.com/election-facts-history/nagaland-election-2023-all-the-constituencies-except-one-are-reserved-in-poll-bound-states/

ডিমাপুর ১ নম্বর কেন্দ্র ছাড়া নাগাল্যান্ডের বাকি ৫৯ টি কেন্দ্রই উপজাতিদের(Scheduled Tribes) জন্য সংরক্ষিত৷(Reserve Constituency) শুধু সংরক্ষিত কেন্দ্রের চমকই নয়, নাগাল্যান্ড বিধানসভার প্রতিটি কেন্দ্রে ভোটারদের সংখ্যাও বেশ নজর কাড়া৷

উত্তর পূর্বের রাজ্যের ৬০ বিধানসভার ২৭ নম্বর কেন্দ্র Mokokchung Town এ ভোটারদের সংখ্যা সর্বনিম্ন (Lowest)৷ তেইশের নির্বাচনে সেখানে ভোটারদের সংখ্যা মাত্র ৮ হাজার ৩০২ জন৷ অন্যদিকে, ৪ নম্বর বিধানসভা কেন্দ্র Ghaspani-1 এবার ভোট দিতে পারবেন ৭৪ হাজার ৩৯৫ জন৷

নাগাল্যান্ডের বিধানসভা ভিত্তিক কেন্দ্র গুলিতে যেমন ভোটারদের সংখ্যার আকাশ-পাতাল পার্থক্য রয়েছে, তেমনি রয়েছে পোলিং বুথে ভোটারদের সংখ্যারও নজরকাড়া ফারাক৷ নির্বাচন কমিশনের প্রকাশ করা Facts and Figures দেখলেই ফারাক চোখে পড়ে।

আরও পডুন:https://www.khaskhobor.com/election-facts-history/nagaland-election-2023-only-4-women-participated-in-the-fight-for-votes-among-political-parties/

৪০ নম্বর বিধানসভা কেন্দ্র ভান্ডারি৷ সেখানে মেরাপানি পোলিং বুথে ভোট দেবেন মাত্র ৩৭ জন৷ অন্যদিকে, ৩২ নম্বর বিধানসভা কেন্দ্র Atoizu তে ভোট দেবেন ১৩৪৮ জন৷ তেইশের ভোটযুদ্ধে বুথ ভিত্তিক সর্বনিম্ন (Lowest) ও সর্বাধিক (|Highest) ভোটারদের সংখ্যা এটি।

এবারের ভোটের লড়াইতে সামিল শাসক দল Nationalist Democratic Progressive Party তথা NDPP ৷ রয়েছে তাদের জোটসঙ্গী ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি৷ আছে National’s People Party বা NPP, আছে Naga People’s Front বা NPF এবং Congress৷

চতুর্দশ বিধানসভার প্রতিনিধি বাছার লড়াইতে রয়েছে প্রয়াত রামবিলাস পাসোয়ানের লোকজনশক্তি পার্টি, এনসিপি, জেডিইউ এবং আরজেডি এবং Republican Party of India তথা RPI এবং সিপিআই৷তেইশের ভোটযুদ্ধে নাগাল্যান্ডে সামিল ১৯ নির্দল প্রার্থীও৷

সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে উন্নয়নের ছোঁয়া সেভাবে লাগেনি৷ ভারতভুক্তের পর থেকেই এমন অভিযোগ মায়নমার সীমান্ত লাগোয়া উত্তর পূর্বের এই রাজ্যে৷ তাই পৃথক ফ্রন্টিয়ার নাগাল্যান্ডের (Frontier Nagaland) দাবি উঠছে সেই কারণেই৷

রক্তক্ষয়ী আন্দোলনও হয়েছে অতীতে৷ শান্তি চুক্তির মাধ্যমে আপাতত যা নিয়ন্ত্রণে৷ সাতাশে ভোটগ্রহণের কাউন্ট ডাউনের মাঝেও উপজাতিদের মুখে কিন্তু ফ্রন্টিয়ার নাগাল্যান্ডের প্রসঙ্গ। Armed Force Special Power Act তথা AFSPA জারির মাঝেও যা চিন্তায় রেখেছে ভোটপর্বে যুক্তদের। একই সঙ্গে নির্বাচন কমিশনের যাবতীয় Facts and Figures ম্লান হচ্ছে উপজাতিদের এই দাবিতে।