ইউপিএসসি প্রিলিমসে পাশ করলেই ৫০ হাজার টাকা, ঘোষণা এই রাজ্যের

0
54

খাস খবর ডেস্ক: রাজ্য পরিচালনায় আইএএস, আইপিএসের মতো পদাধিকারীদের গুরুত্ব অপরিসীম। তাই এবার ইউপিএসসি পরীক্ষার্থীদের উৎসাহ বাড়াতে তথা আর্থিক সাহায্য করতে হাত বাড়ালো উত্তরাখণ্ড৷ সেই রাজ্যের সরকার ঘোষণা করল, এবার থেকে কেউ যদি প্রিলিমসে পাশ করেন, তাহলেই পাবেন ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য৷ শুধু ইউপিএসসি নয়, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, অফিসারস ট্রেনিং অ্যাকাডেমির পরীক্ষার প্রিলিমসে পাশ করলেও মিলবে ওই অর্থ৷

আরও পড়ুন, BREAKING: কোয়ার্টার ফাইনালেও সিন্ধু-সভ্যতা, হারালেন জাপানের শাটলারকে

- Advertisement -

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সংক্ষেপে ইউপিএসসি। প্রতিবছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দেন, সফল হন গুনে গুনে হাজার জনের কাছাকাছি। বিশ্বের অন্যতম কঠিন এই পরীক্ষায় পাশ করলে তবেই আমলা হওয়া যায়। আইএএস, আইপিএস, আইআরএসের মতো গুরুত্বপূর্ণ পদাধিকারী হতে গেলে ইউপিএসসির তিনটি পর্যায়ে উত্তীর্ণ হতে হয়। এবার সেই তিনটি পর্যায়ের প্রথম অর্থাৎ প্রিলমসে উত্তীর্ণ হলেই ৫০ হাজার টাকার সরকারি সাহায্য পাওয়া যাবে। এমনটাই ঘোষণা করল উত্তরাখণ্ড রাজ্য সরকার। পাশাপাশি যে সমস্ত পরীক্ষার্থীরা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, কম্বাইনড ডিফেন্স সার্ভিসেস এবং অফিসারস ট্রেনিং অ্যাকাডেমির প্রিলিমস পাশ করবেন, তাঁরাও পাবেন ওই অর্থ সাহায্য।

উত্তরাখণ্ড পাব্লিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করলেও পাওয়া যাবে ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য। সরকারের মুখপাত্র তথা রাজ্যের কৃষিমন্ত্রী সুবোধ উন্যাল বলেন, ‘আমরা আগের নীতির অল্প সংশোধন করেছি। এতদিন ধরে ইউপিএসসি, এনডিএ, সিডিএসের মতো পরীক্ষায় সফল হওয়ার পরই ৫০ হাজার টাকা দিতাম আমরা। এবার থেকে প্রিলিমসে উত্তীর্ণ হলেই এই অর্থ দেওয়া হবে৷’

আরও পড়ুন, BREAKING: করোনা কাঁটায় জর্জরিত ভারত! এবার আক্রান্ত চাহাল, গৌতম!

বহুক্ষেত্রেই দেখা যায়, আইএএস, আইপিএস হওয়ার পথে কিংবা সিডিএস, এনডিএর মতো পরীক্ষাগুলিতে সফল হন দরিদ্র বাড়ির ছেলেমেয়েরা। অভাব অনটনের সঙ্গে লড়াই করে পরীক্ষায় সফল হন তাঁরা৷ অনেকে আবার এই লড়াইতেই হারিয়ে যান, সফল হওয়ার সাধ্য থাকা সত্ত্বেও চালিয়ে যেতে পারেন না সাধনা। উত্তরাখণ্ড রাজ্য সরকারের এই আর্থিক সাহায্য এবার কাজে লাগবে সেই সমস্ত পরীক্ষার্থীদের। প্রিলিমস পাশ করার পর ৫০ হাজার টাকা পেলে আরও ভালোভাবে মেইনস পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবেন তাঁরা৷