লক্ষ্মীর ভাণ্ডারের আদলে মণ্ডপ, প্রতিদিন থাকছে নগদ ৫০০টাকা জেতার সুযোগ

0
59

সুমন আদক, হাওড়া: রথ দেখা, কলা বেচা৷ প্রবাদ প্রবচন এবার আপনার হাতের নাগালে৷ চাইলে পুজোর ক’টা দিন আপনিও স্রেফ মণ্ডপে প্রতিমা দর্শন করেই পকেটে পুরতে পারেন কড়কড়ে নগদ ৫০০ টাকা! নাহ্, কোনও হেঁয়ালি নয়, হাওড়ার সালকিয়া বারোয়ারিতলায় ‘লক্ষ্মীর ভাণ্ডারের’ (Lakshmi Bhandar) মন্ডপে এসে আপনারও হতে পারে লক্ষ্মীলাভ। দেড়শ বছরের পুজোয় এবারের চমক প্রতিদিন ১০ জন করে দর্শনার্থীদের জন্য ৫০০ টাকা করে নগদ পুরষ্কার জেতার সুযোগ। লটারির মাধ্যমেই এই লক্ষ্মীলাভের সুযোগ থাকছে সকল দর্শনার্থীদের জন্য।

রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের আদলে মন্ডপ গড়েছেন এরা। পুজো কমিটির সভাপতি শমিত কুমার ঘোষ বলেন, ‘‘সিপাহী বিদ্রোহের আবহে স্বদেশী বিপ্লবীদের মেলামেশার আস্তানা হয়ে ১৮৭২ সালে গড়ে উঠেছিল সালকিয়া দুর্গোৎসব বারোয়ারী। বিপ্লবীদের হাতে শুরু হওয়া, বহুযুগের সাক্ষী এই মহাপুজোর এবার ১৫০তম বর্ষ। সাবেকিয়ানাটাই আমাদের সালকিয়া বারোয়ারিতলার ঐতিহ্য। আমাদের পুজো হয় সমস্ত নিয়ম রীতি নীতি মেনে। পুরোহিত থেকে কুমোর, ঢাকিঢুলি সবাই বংশ পরম্পরায় এই পুজোর সঙ্গে যুক্ত।’’

- Advertisement -

বর্তমান বছরের পুজোর থিম মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাংলার মা বোনদের জন্য বিশেষ প্রকল্প ‘লক্ষীর ভাণ্ডার’ (Lakshmi Bhandar)। সংঘ ভবনের পাশের পুকুরে বাঁশের সেতুর মাঝখানে ‘লক্ষীর ভাণ্ডার’ এর আদলে তৈরি মন্ডপ বিশেষ নজর কাড়বে। এখান থেকে প্রতিদিন ১০ জন করে দর্শনার্থী ৫০০ টাকা করে নগদ পুরষ্কার লটারির মাধ্যমে পাবেন। অষ্টমীর সন্ধিপুজো, নয’জন কুমারী দিয়ে নবমীর কুমারী পুজো এবং পুরাতন রীতি মেনে দশমীর দিন বিসর্জন কাঁধে করে হয়। আজও অটুট সেই ঐতিহ্য। এবারে পুজোর শুভ সূচনা করবেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তৃতীয়ার সন্ধ্যায় পুজোর উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, ডোমজুড়ের বিধায়ক ও জেলা সদর সভাপতি কল্যাণ ঘোষ, বিধায়িকা ও জেলা সদরের মহিলা সভানেত্রী নন্দিতা চৌধুরী ও অরিজিৎ বটব্যাল সহ বিখ্যাত সাঁতারু রিমো সাহা , স্বর্ণপদক জয়ী কাচ্চু দে সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তবে সবকিছু ছাপিয়ে নগদ ৫০০ টাকা জেতার আশায় পুজোর উদ্বোধনের দিকে মুখিয়ে এলাকার আমজনতা৷

আরও পড়ুন: গঙ্গার ঘাটে ভাসছে দেহ, পাশে দু’জোড়া জুতো – ধন্দে পুলিশ

downloads: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor