ইতিহাস গড়ে ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারী রেজিমেন্টে কমিশন পেলেন ৫ মহিলা অফিসার

0
31

নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীতে এখন মহিলাদের ভূমিকাও কম কিছু নয়। দুর্গম জায়গাতেও মহিলাদের পাঠানো হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল মহিলাদের ভারতীয় সেনাবাহিনীতে কমিশন নিয়ে। রয়েছে বড় সুখবর। ইতিহাস গড়ে  ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারী রেজিমেন্টে প্রথম ব্যাচের মহিলা অফিসারদের কমিশন করা হয়েছে। এটাই সেনাবাহিনীতে মহিলাদের ভূমিকাকে আরও প্রসারিত করেছে।

২৯  এপ্রিল  চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমি (ওটিএ) তে প্রশিক্ষণের সফল সমাপ্তির পর পাঁচজন মহিলা অফিসার আর্টিলারী রেজিমেন্টে যোগদান করেন। ভারতীয় সেনাবাহিনী একটি বিবৃতিতে বলেছে এই নিয়োগ  বাহিনীতে মহিলা অফিসারদের যাত্রায় একটি বড় মাইলফলক হিসাবে চিহ্নিত করেছে, “যারা বীরত্ব ও স্বাতন্ত্র্যের  সঙ্গে তাঁদের  দেশের সেবা করার জন্য বাধাগুলি ভেঙ্গে চলেছে।” পাঁচজন মহিলা অফিসারকে (WOs) কমিশন দেওয়া হচ্ছে  এবং তাঁদের পুরুষদের মতো একই সুযোগ এবং চ্যালেঞ্জ দেওয়া হবে বলেই সেনাবাহিনীর পক্ষ থেকে  জানানো হয়েছে।  এই ৫ জন মহিলার সঙ্গে ১৯ জন পুরুষকেও কমিশন করা হয়েছে। মহিলা অফিসারদের আর্টিলারি ইউনিট জুড়ে পোস্ট করা হবে, যেখানে তাঁরা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে রকেট চালনা,  নজরদারি এবং সরঞ্জামগুলি পরিচালনা করার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ এবং এক্সপোজার পাবে। পাঁচজন মহিলা অফিসারের মধ্যে, তিনজনকে উত্তর সীমান্তে মোতায়েন করা ইউনিটে এবং বাকি দুইজনকে ওয়েস্টার্ন থিয়েটারের চ্যালেঞ্জিং জায়গায় পোস্ট করা হয়েছে।

- Advertisement -

লেফটেন্যান্ট মেহক সাইনিকে   SATA রেজিমেন্টে, লেফটেন্যান্ট সাক্ষী দুবে এবং লেফটেন্যান্ট অদিতি যাদবকে ফিল্ড রেজিমেন্টে, লেফটেন্যান্ট পিয়াস মুদগিলকে মধ্য রেজিমেন্টে এবং লেফটেন্যান্ট আকাঙ্ক্ষা   রকেট রেজিমেন্টে কমিশনপ্রাপ্ত হয়েছেন। কমিশনের সময় অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল আদোষ কুমার, কর্নেল কমান্ড্যান্ট এবং আর্টিলারির মহাপরিচালক (নির্ধারিত), অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এবং সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের গর্বিত পরিবারের সদস্যরা সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই নিয়োগ মহিলাদের ভারতীয়সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে বলেই মনে করা হচ্ছে।