অবৈধ সম্পর্কে জড়াতে নারাজ, ৬ সন্তানের সামনে স্ত্রীকে খুন করে সেদ্ধ করল স্বামী

0
37
arrest for blackmail

করাচি: এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পাকিস্তানের করাচি। কু প্রস্তাবে রাজি না হওয়ায় নিজের স্ত্রীকে খুন করে স্বামী। শুধু তাই নয় স্ত্রীয়ের মৃতদেহ সেদ্ধ করা হল। গোটা ঘটনাটি ঘটেছে দম্পতির ছয় সন্তানের সামনে।

আরও পড়ুন: অনিচ্ছা সত্বেও কি মেয়ের গোপন বাগদান মেনে নিলেন Shatrughan Sinha

- Advertisement -

জানা গিয়েছে, করাচির বাসিন্দা অভিযুক্ত আশিক স্কুলের দারোয়ান হিসেবে কাজ করতেন এবং সারভেন্ট কোয়াটারে থাকতেন। কিন্তু গত আট-নয় মাস ধরে বন্ধ রয়েছে স্কুল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের ১৫ বছরের মেয়ে থানায় ফোন করে অভিযোগ জানায়। এরপর বেসরকারি স্কুলের রান্নাঘর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে। সেইসময় মৃতার শরীরের সঙ্গে তাঁর একটি পা বিচ্ছিন্ন ছিল।

আরও পড়ুন: বাড়িতে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ, সল্টলেকের স্কুলে রণংদেহী অভিভাবিকারা

জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা গিয়েছে, ‘আশিক তাঁর স্ত্রী নার্গিসকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে। এরপর কড়াইতে সেদ্ধ করার জন্য রেখে দেয়। কি কারণে স্ত্রীকে খুন করেছে তা স্পষ্ট না হলেও পুলিশ তদন্তের ভিত্তিতে মনে করছে, আশিক তাঁর স্ত্রীকে সম্পর্কে জড়াতে বাধ্য করছিলেন কিন্তু নার্গিস কিছুতেই রাজি ছিলেন না। তাই ক্ষোভের বশেই তাঁকে হত্যা করে। খুনের পর তিন সন্তানকে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। তাঁরা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই ‘কাল’ হল, ধারাল অস্ত্রের কোপে খুন গৃহবধূ

উল্লেখ্য, পাকিস্তানের এই ঘটনা মনে করিয়ে দিয়েছে ১১ বছর আগের একটি মর্মান্তিক ঘটনাকে। ২০১১ সালে এক মহিলা তাঁর স্বামীকে হত্যা করে রান্না করার চেষ্টা করে। ওই বছর নভেম্বরেই ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।