মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার ভারতীয় সেনার জনসংযোগ কর্তা

0
23
Army PRO

নয়াদিল্লি: এক মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা (Army PRO) লেফটেন্যান্ট কর্নেল অমরিন্দর সিং ওয়ালিয়াকে। শুক্রবার তেজপুর থেকে তাঁকে আটক করা হয়।

অসম পুলিশের হাতে গ্রেফতার হন লেফটেন্যান্ট কর্নেল অমরিন্দর সিং। কামরূপ জেলার অন্তর্গত এলাকা চাংসারি ও তেজপুর পুলিশের সহায়তায় শুক্রবার তেজপুরে আটক করা হয় অমরিন্দর সিংকে। সূত্রের খবর ১৩-১৪ ফেব্রুয়ারির দিকে একজন মহিলা ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা সঙ্গে দেখা করতে আসার কয়েকদিন পরেই এই গ্রেফতেরি। অমরিন্দর সিং যে মহিলার সঙ্গে দেখা করেছিলেন সেই মহিলাকে খুনের অভিযোগেই সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তাকে গ্রেফতার করেছে অসম পুলিশ।

- Advertisement -

আরও পড়ুন: এনকাউন্টার চলাকালীন নকশালদের অতর্কিতে হামলা, নিহত ASI সহ ৩ নিরাপত্তাকর্মী

বিষটি নিয়ে তদন্ত করা হচ্ছে বলেই জানানো হয়েছে। তবে খুনের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তার (Army PRO) নাম জড়ানোয় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন মহিলা খুন হয়েছেন এবং সেনার এই খুনের সঙ্গে কি সম্পর্ক সবটাই খতিয়ে দেখা হবে বলেই জানানো হয়েছে। মহিলার সঙ্গে সেনাকর্তার কোনও ব্যক্তিগত সম্পর্ক ছিল কিনা সেটাও তদন্ত করে দেখা হবে, জানিয়েছেন তদন্তকারী অফিসাররা।