আটক হননি Moose Wala হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড Goldy Brar, নিজেই জানালেন ভিডিও বার্তায়

0
34

বিনোদন ডেস্ক: কয়েকদিন আগেই খবর উঠেছিল সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala) হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড গোল্ডি ব্রারকে (Goldy Brar) ক্যালিফোর্নিয়া থেকে আটক করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নিজে একথা জানিয়েছিলেন। তবে এবার গোল্ডির একটি চাঞ্চল্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে এক ব্যক্তি নিজেকে গোল্ডি ব্রার বলে দাবি করেছেন। তিনি জানান, তাঁকে ক্যালিফোর্নিয়ায় আটক করা হয়নি। তিনি এখন মুক্ত রয়েছেন। গত ২ ডিসেম্বর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছিলেন, ‘পুলিশ গোল্ডি ব্রারকে ক্যালিফোর্নিয়ায় আটক করেছে এবং দ্রুত তাঁকে ভারতে নিয়ে আসা হবে। অভিযুক্তকে পাঞ্জাব পুলিশের হেফাজতে রাখা হবে।’

- Advertisement -

আরও পড়ুন: প্রকাশ্যে রাস্তায় ইট দিয়ে থেঁতলে খুন যুবককে, CCTV’তে ধরা পড়ল মর্মান্তিক দৃশ্য

বিরোধী দলের নেতা প্রতাপ সিং বাজওয়া ভগবন্ত মানের (Bhagwant Mann) দাবির পাল্টা জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী বিদেশমন্ত্রকের বিবৃতির অপেক্ষা না করেই গোল্ডি ব্রার আটক হওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন। তিনি মুসেওয়ালার হত্যাকারীকে আটক করার খবর দিয়ে ভোটারদের খুশি করতে চেয়েছিলেন।

গত মে মাসে প্রকাশ্যে পাঞ্জাবের রাস্তায় গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে লক্ষ্য করে সাত রাউন্ড গুলি চালানো হয়। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় তারকার। সূত্রে জানা গিয়েছিল, তাঁর দেহ থেকে কমপক্ষে ২০ টি বুলেটের ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছিল। নিহত গায়কের হত্যার দায় নেয় কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, মাত্র ২৮ বছর বয়সে রাজনীতির ময়দানেও নিজের নাম লিখিয়েছিলেন সিধু। পাঞ্জাবের গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। যদিও আপ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে পরাজিত হন। সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala) হত্যার আগের দিনই গায়কের নিরাপত্তা আংশিক প্রত্যাহার করে পাঞ্জাবের আপ সরকার। ফলে তাদের দিকেও অভিযোগের আঙুল ওঠে।

আরও পড়ুন: বিদেশিদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪