১০০ টাকা দিতে দেরি, বাড়ি ঢুকে ভাঙচুর ও মারধরের অভিযোগ

0
83
death sentence of accused

নদিয়া: কাজের পর পারিশ্রমিক বাবদ অধিকাংশ মিটিয়ে দিলেও শেষে বাকি থেকে যায় ১০০ টাকা। টাকা দিতে দেরি হওয়ায় বাড়ি ঢুকে ভাঙচুর ও মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি ধারাল অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারা হয়েছে বলেও অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।

আরও পড়ুন: একসঙ্গে লিফটে ওঠানামা করতে পারবেন ২০০ জন, দেখুন সেই ভাইরাল ভিডিও

- Advertisement -

শান্তিপুরের কলেজ মোড় এনএস রোড এলাকার বাসিন্দা মমতা চক্রবর্তীর অভিযোগ, ‘বৃহস্পতিবার হঠাৎ একদল দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়ে জিনিসপত্র ভাঙচুর করে। তিনি আটকাতে গেলে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারতে থাকে। মমতার ছেলেকেও একইভাবে আঘাত করা হয়। জখম অবস্থায় ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মহিলা। ছেলের চিৎকার শুরু করলে দুষ্কৃতিরা পালিয়ে যায়। জখম মহিলাকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: DA দাবি করলেই মুখ্যমন্ত্রী বলেন ঘেউ ঘেউ করবেন না, কটাক্ষ বিজেপি নেতার

ওই মহিলার ছেলে তন্ময় চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, দিন কয়েক আগে পাশের পাড়ার একটি ছেলেকে দিয়ে চায়ের দোকানে মিস্ত্রির কাজ করিয়েছিলেন। সব টাকা দিলেও ১০০ টাকা বাকি পড়ে ছিল। ওই টাকা আদায় করতে গত কয়েকদিন ধরেই দোকানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে অভিযুক্ত যুবক। এরপর গতকাল রাতে দলবল নিয়ে বাড়ি ঢুকে এই কাণ্ড ঘটায়। ইতিমধ্যেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।