DA দাবি করলেই মুখ্যমন্ত্রী বলেন ঘেউ ঘেউ করবেন না, কটাক্ষ বিজেপি নেতার

0
65

কলকাতা: ডিএ মামলা নিয়ে সরকারকে কটাক্ষ শমীক ভট্টাচা‌র্যের। এই সরকার অপরিকল্পিত ভাবে ক্লাব গুলিকে অনুদান দেবে। কিন্তু সরকারি কর্মচারীরা তাঁদের অধিকারের ডিএ-র দাবি করবে তখন তাঁদের তহবিলে যথেষ্ট অর্থ থাকে না, মুখ্যমন্ত্রী তাঁদের বলবেন, ঘেউ ঘেউ করবেন না। ডিএ মামলা প্রসঙ্গে বললেন বিজেপি মুখপাত্র।

আরও পড়ুনঃ Food Crisis: ভারতের প্রায় ৯ কোটি মানুষকে অনাহারে দিন কাটাতে হবে

- Advertisement -

এদিন তিনি বলেন, ‘২০১৬ সালে বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী জে সংগঠন আছে, তার পক্ষ থেকে স্যাটে একটি মামলা দায়ের করা হয়। যে ডিএ পাওয়ার অধিকার আমাদর সাংবিধানিক অধিকার। এই অধিকার থেকে রাজ্য সরকার দীর্ঘদিন সরকারি কর্মচারীদের বঞ্চিত রাখতে পারেন না। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ধরনের জমায়েতে তিনি বক্তব্য রাখছেন, যে এগিয়ে বাংলা। এমন একটি সরকারের অধীনে বর্তমানে পশ্চিমবঙ্গবাসী আছেন, যেরকম সরকার সারা ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে কোথাও নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেসের থেকে স্লোগান শুনেছি, মমতা আনবে সমতা। কিন্তু দীর্ঘ ১১ বছর যাবৎ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আনতে ব্যার্থ হয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। একবার স্যাট, স্যাট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে আবার স্যাট। আবার একজন বিশিষ্ট আইনজীবীর তৃণমূল কংগ্রেসে যোগদান, তারপরে আবার হাইকোর্ট। আজ মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে, আগামি তিন মাসের মধ্যে কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।’