ভয়ানক, রোগী দেখার সময় দুষ্কৃতীরা চালাল গুলি, ঘটনাস্থলেই মৃত চিকিৎসক

0
39
shot dead

খাস ডেস্ক: প্রকাশ্যে দিবালোকে কর্মরত চিকিৎসকের উপর গুলি চালায় দুষ্কৃতীরা। চিকিৎসক যখন রোগী দেখছিলেন ঠিক তখনই তার উপর হামলা। গুলি লাগার কারণে চিকিৎসকের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে।

শনিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মুরাদনগর থানা এলাকায় ঘটনাটি ঘটে যখন তিনি তার ক্লিনিকে রোগীদের চিকিৎসা করছিলেন। তথ্য অনুযায়ী জানা গিয়েছে শনিবার, সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ক্লিনিকে ঢুকে ডাঃ শামশাদ (৪০) কে দুবার গুলি করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

- Advertisement -

আরও পড়ুন: Horoscope: ছুটির দিনে আর্থিক দিক থেকে সুফল আসবে এই রাশিগুলির জীবনে, জানুন রাশিফল

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ডিসিপি গ্রামীণ রবি কুমার ও এসিপি নিমিশ পাটিল। ডিসিপি রবি কুমারের মতে, আততায়ীরা বাইকে চড়ে ক্লিনিকে পৌঁছে শামশাদকে গুলি করে পালিয়ে যায়। হামলাকারীর সংখ্যা এখনও স্পষ্ট নয়। মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।  কি কারণে এই খুন ত খতিয়ে দেখছে পুলিশ।