সীমান্তে বিএসএফের দাদাগিরি, রাজ্য সড়ক অবরোধে গ্রামবাসীরা

0
65

জলপাইগুড়ি: রক্ষকই ভক্ষক! সীমান্তে দেশ রক্ষার নামে দেশবাসীর ওপরই অত্যাচার শুরু করেছেন বিএসএফের জওয়ানেরা৷ দিনের পর দিন এই অত্যাচারে অতিষ্ট হয়ে এবার প্রতিবাদে প্ল‍্যাকার্ড, ফেস্টুন নিয়ে পথ অবরোধে সামিল হলেন কয়েক হাজার মানুষ। অবরোধে জেরে তীব্র যানজট তৈরি হয়েছে জলপাইগুড়ি-হলদিবাড়ি রাজ‍্য সড়কে৷ তবে সমস্যার সমাধানের লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা৷ ঘটনার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সীমান্তে৷

গ্রামবাসীদের অভিযোগ, বাংলাদেশ সীমান্তবর্তী জমাদারপাড়া এলাকায় বিএসএফ অবাঞ্চিত অত্যাচার চালাচ্ছে৷ এলাকার মানুষের দৈনন্দিন জীবন জীবিকার উপর সমস্যা তৈরি করছে বিএসএফ। তাদের অভিযোগ, আগে প্রয়োজন মতো নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়িতে নিয়ে আসলে কোন‌ও রকম সমস্যা ছিল না। হঠাৎ করেই প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে নিয়ে যাওয়ার পথে বাধা দেওয়া হচ্ছে তাদের। এই অভিযোগে সীমান্তের সর্বত্র‌ই ক্ষোভ ছড়িয়েছে।

- Advertisement -

বাসিন্দাদের কথায়, বারংবার বলেও সমস্যার সুরাহা হয়নি৷ বাধ্য হয়ে জলপাইগুড়ি-হলদিবাড়ি রাজ‍্য সড়ক অবরোধে সামিল হন সীমান্ত এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আন্দোলন‌কারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা‌র চেষ্টা করছেন তারা। তবে নিজেদের দাবিতে অনড় রয়েছেন সীমান্ত নাগরিক মঞ্চের পক্ষ থেকে নগর বেরবাড়ি এলাকার বাসিন্দারা৷ যদিও এই বিষয়ে বিএসএফ কর্তাদের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি৷

আরও পড়ুন: গারদে অনুব্রত, অন্য রাজনৈতিক দিবসের সূচনা করতে রাজপথে তৃণমূল