ভিন রাজ্যে বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফির কাজে গিয়ে সর্বস্ব লুঠ, অভিযোগ শ্লীলতাহানির

0
97

খাস ডেস্ক: বিয়ের বাড়িতে কাজের নামে এক রাজ্য থেকে ভিন রাজ্যে গিয়ে এক দম্পতির সর্বস্ব লুঠ। অভিযুক্ত যুবকের পরিবারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: করোনার নয়া ভ্যারিয়েন্ট রুখতে কতটা সক্ষম কোভিশিল্ড-কোভ্যাক্সিন, খতিয়ে দেখার নির্দেশ

- Advertisement -

জানা গিয়েছে, অভিযোগকারী দম্পতি পূর্ব মেদিনীপুরের (East Medinipore) কাঁথির (Contai) বাসিন্দা। তাঁদের অভিযোগ, খড়দহের (Khardaha) বাসিন্দা শৌনক কর মহাপাত্র তাঁদের নিয়ে ঝাড়খণ্ডের (Jharkhand) একটি বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফির কাজের জন্য নিয়ে যায়। কিন্তু অনুষ্ঠানের পর দম্পতির মূল্যবান ক্যামেরা সহ হার্ডডিস্ক (Hard Disk) ও অন্যান্য জিনিসপত্র লুঠ করে পালিয়ে যায়। এরপর ক্ষতিপূরণের দাবি নিয়ে শৌনকের বাড়ি গেলে তাঁর পরিবারের লোক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে। এমনকি তাঁদের বাড়িতে আটকে রাখার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এরপরই দম্পতি খড়দহ থানায় ওই যুবক এবং তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় তাঁরা যথেষ্ট আতঙ্কিত। দ্রুত এই ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন।