ফাইনালের পরে মাঠে প্রবেশ, ট্রফিতে চুম্বন, Salt Bae -কে নিয়ে তদন্ত শুরু ফিফার

0
53
FIFA reviews chef Salt Bae’s ‘undue access’ to hold World Cup trophy

স্পোর্টস ডেস্ক: কাতার ফিফা বিশ্বকাপ ২০২২ শেষ হলেও বিতর্ক এই টুর্নামেন্ট ঘিরে বিতর্ক যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। এবার আর্জেন্টিনার জয়ের পরে তুর্কির শেফ সল্ট বে এবং আরও অনেকে মাঠে নামলে বিতর্ক শুরু হয় হয়। আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচের পরে কীভাবে এই লোকদের মাঠের ভিতরে ঢুকতে দেওয়া হল তা নিয়েও তদন্ত শুরু করেছে ফিফা। ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার জয়ের পর মাঠে সেলিব্রেট শুরু করে দেয় সল্ট বে। আর্জেন্টাইন খেলোয়াড়দের সঙ্গে জয় উদযাপন করেন সল্ট বে এবং বিশ্বকাপ ট্রফিতে চুমু খেতে দেখা যায় তাকে।

অনেক খেলোয়াড়ের সঙ্গে তিনি ছবিও তোলেন। সল্ট বে ছাড়াও কিছু মানুষ ফাইনালের পর মাঠে ঢুকে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে জয় সেলিব্রেট করছিলেন। এখন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা। সল্ট বে একজন তুর্কি শেফ যার আসল নাম নুসরাত গোকসে। যদিও ফিফার নিয়মে বলা হয়েছে যে, ট্রফিটি শুধুমাত্র টুর্নামেন্ট জয়ী, ফিফা কর্মকর্তা এবং রাষ্ট্রপ্রধান সহ “খুব নির্বাচিত” সংখ্যক লোকের হাতে দেওয়া যেতে পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফাইনাল ম্যাচের পরে কিছু লোককে লুসাইল স্টেডিয়ামের ভিতরে কীভাবে ঢুকতে দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখছে ফিফা। এই বিষয়ে যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে।

- Advertisement -

আরও পড়ুন: ৮.২৫ কোটিতে ভরসা রাখল SRH, মায়াঙ্ক হতে পারেন অধিনায়কও

সল্ট বে বিলাসবহুল স্টেকহাউস হোটেলের মালিক। এই হোটেলের বিভিন্ন শহরে অনেক আউটলেট আছে। ২০১৭ সালে সল্ট বে-এর রান্নার পদ্ধতি নিয়ে একটি মিম বানানো হয় এবং তা ইন্টারনেটে বেশ ভাইরাল হয়। এরপর তিনি খুব জনপ্রিয় হয়ে ওঠেন। মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ডেভিড বেকহ্যাম সহ অনেক বর্তমান এবং প্রাক্তন ফুটবলার সল্ট বে -এর রেস্তোরাঁয় খাবার খেয়েছেন। নভেম্বরে বিশ্বকাপ চলাকালীন সল্ট বে -র ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে আলিঙ্গন করার একটি ভিডিও পোস্ট করেছিলেন। পরে ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো, রবার্তো কার্লোস এবং কাফুর সঙ্গে একটি ম্যাচের সময় তাকে ভিআইপি আসনে দেখা যায়।