থানার ভিতরেই মদের আসর, ৫ বন্দী সহ গ্রেফতার দুই পুলিশকর্মী

0
29

খাস ডেস্ক: পুলিশকর্মীদের সঙ্গে থানার ভিতরে বসেই মদ্যপান করছে বন্দীরা। এমনই একই চাঞ্চল্যকর খবর উঠে এল সামনে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সকলকে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগ, বৃহস্পতিবার বিহারের (Bihar) পাটনার (Patna) পালিগঞ্জে আবগারি থানায় মদের আসর বসে। দুই পুলিশকর্মী ও পাঁচজন বন্দী একসঙ্গে মদ্যপান করছিল। সেইসময়েই হাতেনাতে ধরা পড়ে তাঁরা। এরপরই অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

আরও পড়ুন: নিজেকে মৃত প্রমাণ করতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে মহিলা কর্মচারীকে খুন, গ্রেফতার তরুণী

জানা গিয়েছে, পুলিশ একটি বিশদ প্রতিবেদন পাঠাবে এবং আবগারি বিভাগকে নিখোঁজ পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাবে। বিহার (Bihar) একটি ‘Dry State’ এবং এই রাজ্যে মদ নিষিদ্ধ। কীভাবে থানার ভিতর মদ সরবরাহ করা হয়েছিল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। যদিও মনে করা হচ্ছে, আবগারি থানার কর্মীরাই এই মদ্যপানের বন্দোবস্ত করেছিল।

উল্লেখ্য, এই ঘটনার ভিডিও ভাইরাল (Video Viral) হতেই শোরগোল পড়েছে। এক বন্দী লকআপের ভিতর থেকেই মদ্যপানের ভিডিও করে পালিগঞ্জের এএসপি অবধেশ দীক্ষিত সহ তার যোগাযোগের তালিকায় থাকা বেশ কয়েকজনকে পাঠিয়েছিলেন । ভিডিওটি পাওয়ার পরই থানায় হানা দিয়ে আসর ভঙ্গ করে পুলিশ।

আরও পড়ুন: নির্বাচনী প্রচারে বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইলেন অভিনেতা Paresh Rawal